Soumitrisha-Dev: আমি দেবদার বোনের মতো: সৌমিতৃষা

‛আমি দেবদার বোনের মতো’! তবে নিজের যোগ্যতায় কাজ পেয়েছি। এক সাক্ষাৎকারে অকপট মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ছোটপর্দার সফর শেষ করতে না করতেই বড়পর্দায় হাজির হতে চলেছেন মিঠাই রানী। আর নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল উন্মাদনা। অভিনেত্রীর ভক্তরা তো রীতিমতো এই খবরে উচ্ছাসিত। কিন্তু নিন্দুকরা তো কথা বলবেই। আর তেমনই দিনকয়েক ধরে সৌমিতৃষাকে নোংরা ভাষায় আক্রমন করা হচ্ছে।
যদিও এই নিয়ে তেমন একটা মাথা না ঘামালেও আবার কখনও স্পষ্ট জবাব দিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি দেবের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ স্পষ্ট করেন পর্দার মিঠাই (Mithai)। অনেকেরই বক্তব্য দেবকে নাকি তেল দিয়ে হিরোইন হয়েছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। এর জবাবে এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেছেন যে, হ্যাঁ দেব দায়ের (Dev) সঙ্গে সম্পর্ক তো ভীষণই ভালো। আমাকে খুবই স্নেহ করেন। কিন্তু দিনের শেষে ব্যবসাটাই বড় কথা।
এমনকি অভিনেত্রী আরও বলেছেন যে, আমি দেবদার (Dev) বোনের মতো। সেই ভাবনা থেকে আমাকে ছবিতে নিয়ে তারপর কাজ খারাপ হবে সেটা তো কেউ চাইবে না। তার কথায় কাজ পাওয়া সম্পর্কের জেরে হয়না। তার জন্য যোগ্যতা লাগে। পাশাপাশি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) এত চর্চা হচ্ছে দেখে তার ভীষণ ভালোও লাগছে। কেননা মিঠাই রানীর কথায় জনপ্রিয় হলেই তবে না চর্চা হয়।
অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‛প্রধান’ ছবিতে দেব, সৌমিতৃষা ছাড়াও দেখা যাবে প্রবীণ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়কে। আগামী আগস্ট মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ক্রিসমাসে বড়পর্দায় দেব-সৌমিতৃষার কেমিস্ট্রিতে বুঁদ হবেন দর্শকেরা। শোনা যাচ্ছে পুরোদস্তুর পারিবারিক একটি ছবি এটি।