Advertisement
EntertainmentVideoViral Video

শাড়ি ছেড়ে কৃষ্ণের সাজে অনুগামীদের নজর কাড়লেন সকলের প্রিয় ‘মিঠাই’ সৌমিতৃষা, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

এবার কৃষ্ণের সাজে ধরা দিলেন সকলের প্রিয় মিঠাই ওরফে সৌমিতৃষা। মুহূর্তে ভাইরাল ভিডিও। এই মুহূর্তে দাঁড়িয়ে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। একাধিক সিরিয়ালে অভিনয় করলেও ‛মিঠাই’ তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Advertisements

বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দের নায়িকা এখন মিঠাই রানী। সিরিয়ালের পর্দায় মিঠি বলুন বা মিঠাই মানুষটা কিন্তু এক। অল্প সময়ের মধ্যেই সাফল্যের চূড়ায় পৌঁছেছে সে। এখন তাঁর জনপ্রিয়তা রীতিমতো আকাশ ছোঁয়া। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। সিরিয়ালের পর্দায়ও যেমন হাসিখুশি চনমনে স্বভাবের ঠিক তেমনই বাস্তবের মাটিতে দাঁড়িয়েও সৌমিতৃষা বেশ হাসিখুশি।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

তার অভিনয় বলুন বা পার্সোনালিটি সবেতেই মুগ্ধ তার অনুরাগীরা। তাকে একটিবার দেখার জন্য আকুল সকলেই।
খুব অল্প সময়ের মধ্যেই ‛মিঠাই’ (Mithai) ধারাবাহিকের সুবাদে টলিপাড়ার এক নম্বর নায়িকা হয়ে উঠেছেন সৌমিতৃষা। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে একেবারে কৃষ্ণের লুকে দেখা যাচ্ছে।

সৌমিতৃষার এই লুক দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন সকলেই। মাথায় ময়ূরের পালক সহ হাতে বাঁশিতে তাকে যে দেখতে অসাধারণ লাগছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ভিডিওতে তাকে মহাভারতে কৃষ্ণের বলা একটি শ্লোক বলতে শোনা যাচ্ছে। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛মহাভারত’। সঙ্গে একটি হার্টের ইমোজি দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

সৌমিতৃষার এই ভিডিও দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛আমাদের জীবন্ত জনার্দন’। আবার কেউ লিখেছেন ‛অসাধারণ’। কেউ আবার হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।