Entertainment

Soumitrisha : পা তুলে এমন পোজ দিলেন সৌমিতৃষা, ‘মিঠাই’ এর বোল্ড অবতার দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের

‛কিউট নাকি হট’! নেটমাধ্যমে ছবি শেয়ার করে অনুরাগীদের কাছে প্রশ্ন আদরের মিঠাই রানীর। তিনি হলেন বাংলা টেলিভিশন জগতের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। সিরিয়ালের পর্দায়ও যেমন হাসিখুশি চনমনে স্বভাবের ঠিক তেমনই বাস্তবের মাটিতে দাঁড়িয়েও সৌমিতৃষা বেশ হাসিখুশি।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

তার অভিনয় বলুন বা পার্সোনালিটি সবেতেই মুগ্ধ তার অনুরাগীরা। তাকে একটিবার দেখার জন্য আকুল সকলেই। খুব অল্প সময়ের মধ্যেই ‛মিঠাই’ (Mithai) ধারাবাহিকের সুবাদে টলিপাড়ার এক নম্বর নায়িকা হয়ে উঠেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। মিঠাই তাকে এতটাই জনপ্রিয়তা দিয়েছে যে তা অভিনেত্রীর কেরিয়ারের সঙ্গে আজীবন প্রবাহমান। এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা।

তবে, ‘মিঠাই’ ধারাবাহিকই তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। সদ্য শেষ হয়েছে সিরিয়াল। বলা চলে তারপরেও বাংলা টেলিভিশনের (Television) জনপ্রিয় তথা দর্শকদের পছন্দের নায়িকা হলেন সৌমিতৃষা। আগামীদিনে তাকে অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‛প্রধান’ ছবিতে তাকে দেখা যাবে। টলিউডের লাভার বয় দেবের (Dev) বিপরীতে কাজ করবেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। আগস্ট মাস থেকে শুরু হবে শ্যুটিং।

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) ব্যাপক এক্টিভ অভিনেত্রী। নিত্যনতুন ছবি ও রিল ভিডিওতে তিনি নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি সৌমিতৃষা (Soumitrisha Kundu) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে লাল রঙের থাইস্লিট গাউনে দেখা যাচ্ছে। প্রথম ছবিতে তাকে একগাল হেসে ছবি তুলতে দেখা গিয়েছে। আর দ্বিতীয় ছবিতে তাকে থাই তুলে নিজের মতো পোজে ছবি তুলতে দেখা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

আসলে TV9 Bangla ঘরের বায়োস্কোপের অনুষ্ঠানে এই পোশাকে ধরা দিয়েছিলেন নায়িকা। আর সেই পোশাকেরই দুটি ছবি আবারও শেয়ার করেছেন নেটমাধ্যমে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛কিউট নাকি হট’। যথারীতি ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রীর প্রশ্নের উত্তর দিয়েছেন অনেকেই। কেউ লিখেছেন ‛হট’। আবার কেউ লিখেছেন ‛প্রথমটা কিউট দ্বিতীয়টা হট’। কেউ আবার লিখেছেন ‛এই ছবি দেখলে রাতের ঘুম উড়ে যাবে’।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

তবে, এখানেই শেষ নয়। কেউ কেউ আবার লিখেছেন সৌমিতৃষার (Soumitrisha Kundu) দ্বিতীয় ছবিটি ভালো লাগেনি তাদের। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) সৌমিতৃষার এই ছবি।