Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Entertainment

‘দুইজনের প্রেমের গল্পে তৃতীয় ব্যক্তিকে টানলে মানুষের আগ্রহ বাড়ে’, বিস্ফোরক ‘মিঠাই’ ওরফে সৌমীতৃষা

Soumitrisha-Adrit-Kaushambi বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ত্রিকোণ প্রেমকাহিনী মাথাচাড়া দিয়েছে। প্রথমে টেলিপাড়ায় গুঞ্জন ওঠে যে পর্দার ‘দিদিয়া’ ওরফে অভিনেত্রী কৌশাম্বির সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন সকলের প্রিয় উচ্ছেবাবু ওরফে অভিনেতা আদৃত রায়। তারই কিছুদিন পর নীরবতা ভেঙে কৌশাম্বিকে বেস্ট ফ্রেন্ড বলে একটি ছবি পোস্ট করেন আদৃত। এরপরই তাদের সম্পর্ক নিয়ে আরও জল্পনা শুরু হয়।

এরই মাঝে শোনা যায়, সৌমীতৃষা অর্থাৎ ‘মিঠাই’ নাকি বাস্তবে মন দিয়ে বসেছেন তার পর্দায় নায়ককে। এই ত্রিকোণ প্রেম নিয়েই যত জলঘোলা এখন সোশ্যাল মিডিয়ায়। এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী সৌমীতৃষা। সমালোচকদের দাবি আদৃত ও কৌশাম্বির সঙ্গে নাকি সৌমীতৃষার বন্ধুত্বে ফাটল ধরেছে। একথা কি সত্যি? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এর আগেও তাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তিনি কোনো কিছুতেই প্রভাবিত হন না। কারণ তিনি জানেন তিনি কি করছেন।

‘দুইজনের প্রেমের গল্পে তৃতীয় ব্যক্তিকে টানলে মানুষের আগ্রহ বাড়ে', বিস্ফোরক ‘মিঠাই’ ওরফে সৌমীতৃষা

আদৃতের জন্মদিনে প্রকাশ্যে অভিনেতাকে শুভেচ্ছা জানাননি মিঠাই রানী। যা নিয়ে কম কথা ওঠেনি। এই প্রসঙ্গে সৌমী জানান, ‘এর আগে মানুষ আমাদের মধ্যে বন্ধুত্ব দেখেছে। দুজন ভালো বন্ধুর মধ্যে কি ঝগড়া হতে পারে না?’ এছাড়া তিনি আরও বলেন, অনেক সময় বন্ধুদের উইশ করা হয়ে ওঠে না। তার মানে এই নয় বন্ধুত্ব শেষ।

‘দুইজনের প্রেমের গল্পে তৃতীয় ব্যক্তিকে টানলে মানুষের আগ্রহ বাড়ে', বিস্ফোরক ‘মিঠাই’ ওরফে সৌমীতৃষা

কৌশাম্বিকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন সৌমিতৃষা। এই নিয়েও কম চর্চা হয়নি নেট দুনিয়ায়। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনেক সময় তিনি তার পরিচিত মানুষদের আনফলো করে দেন। তার মানে এই নয় তাদের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে। অভিনেত্রীর কথায়, সবকিছু সোশ্যাল মিডিয়ার নীতিতে মাপা ঠিক নয়।

এছাড়া এই প্রথম নয়, এর আগেও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নাম জড়িয়েছে সৌমীতৃষার। তিনি কখনোই বিতর্কে কান দেন না। বরং মন দিয়ে নিজের কাজটা করতেই পছন্দ করেন। তার কথায়, ‘পাঁঠার মাংস রান্না করার সময় যেমন বেশি মশলা দিলে সুস্বাদু হয়। তেমনই দুজনের প্রেমের গল্পে তৃতীয় ব্যক্তিকে টানলে তাতে মানুষের আগ্রহ বাড়ে’। সমস্ত সমালোচনার একেবারে চাঁচাছোলা জবাব দিলেন ‘মিঠাই’ ওরফে সৌমীতৃষা কুন্ডু।