
শেষ হচ্ছে মিঠাই (Mithai)! এই প্রথমবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। বাংলা টেলিভিশনের পর্দায় সেরার সেরা ধারাবাহিক হল ‛মিঠাই’। একটা সময় টানা ৫৬ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থান জায়গা করে রেখেছিল এই ধারাবাহিক। কিন্তু মাঝে খানিকটা স্রোতে ভাঁটা পড়লে প্রাইম টাইমের বদলে সন্ধ্যের স্লটে দেখানো হয় এই সিরিয়াল। কিন্তু তাতেও সমানভাবে মিঠাই ম্যাজিক অব্যহত।
মিঠাই ও মিঠি এই দুই ট্যাক নিয়ে সমানভাবে এগিয়ে চলছে গল্প। কিন্তু তার মাঝেই শোনা যাচ্ছে যে, আগামী মাসে নাকি বন্ধ হতে চলেছে মিঠাই। বর্তমানে কৌশিক-তৃনার ‛বালিঝড়’-কে টেক্কা দিচ্ছে মিঠাই ধারাবাহিক। কিন্তু তারপরেও বন্ধের গুঞ্জন এই সিরিয়াল ঘিরে। আনা হচ্ছে নতুন ও পুরোনোর টক্কর প্রসঙ্গে। আর এই বিষয়ে সৌমিতৃষা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ‛টক্কর ব্যাপারটা ওভাবে ভাবলে হবে না। নতুন আসবে, নতুনকে জায়গা দিতে হবে। আমরাও একসময় নতুন ছিলাম’।
এমনকি অভিনেত্রী আরও বলেছেন যে, ‛পুরোনোরা আমাদের জায়গা দিয়েছে। মেগা সিরিয়াল একটা সময় তো শেষ হবেই। এটা একটা অভ্যাস সেই অভ্যাস পরিবর্তন হবেই। তবে একটা কথা আমি বরাবর বলেছি, মিঠাই এক নম্বরে থাকুক বা দশ নম্বরে থাকুক দর্শকদের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হব না শেষদিন পর্যন্ত। মিঠাইয়ের পরেও সেই ভালোবাসা থেকে যাবে’।
শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই নাকি নতুন ধারাবাহিক আসতে চলেছে টিভির পর্দায়। যেটা কিনা জি-য়ের নিজস্ব প্রোডাকশনের। আর মিঠাইও জি-য়ের প্রোডাকশনের। মিঠাই বন্ধের বিষয়ে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠাইয়ের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানিয়েছেন যে, ‛আপনাদের মতো আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে।
এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে টিআরপি একটু ডাউন ছিল, তখন আমাকে অনেকে এই প্রশ্ন করেছে। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। চ্যানেল যতক্ষণ না পর্যন্ত চ্যানেলের তরফে আমাকে জানানো হচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না। একটা কথা তো ঠিক, একটা সিরিয়াল শুরু হলে শেষ তো হবেই, তবে সেটা কবে হবে আমি জানি না’।
এবার শুধু দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে মিঠাইতে। সত্যি কি বন্ধ হবে মিঠাই? এমনকি বন্ধ হলেও কিভাবে গল্পের ইতি টানা হবে সেই দিকেই মুখিয়ে সকলে।