×
Entertainment

‘ব্লক করে দেবো’, আদৃতের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘মিঠাই’ সৌমিতৃষা

মনের মানুষ নিয়ে সাক্ষাৎকারে অকপট অভিনেতা আদৃত (Adrit Roy)। আর অন্যদিকে আবার সৌমিতৃষা (Soumitrisha Kundu) ওয়ারনিং দিলেন তার ভক্তদের। কিন্তু কি এমন হল যে এত চটলেন নায়িকা? বর্তমানে টেলিভিশনের পর্দায় দীর্ঘদিন ধরে রাজ করা ধারাবাহিক হল মিঠাই। একটা সময় টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা দখল করে ছিল এই সিরিয়াল। কিন্তু বর্তমানে সেই জায়গায় খানিকটা ভাঁটা পড়েছে বৈকি।

'ব্লক করে দেবো', আদৃতের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন 'মিঠাই' সৌমিতৃষা -

তবে, তাই বলে কিন্তু জনপ্রিয়তা কমেনি এতটুকু। একেরপর এক টুইস্ট নেটিজেনদের এই ধারাবাহিক মুখী করে রেখেছে। বর্তমানে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে মিঠাই-সিডের এক হওয়ার জন্য। রিল লাইফে এই দুই জুটি যেমন সুপারহিট তেমনই রিয়েল লাইফের তাদের জীবনের খুঁটিনাটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তারা কি খান? কার সাথে দেখা করেন সবনিয়ে মানুষের বেশ আগ্রহ।

'ব্লক করে দেবো', আদৃতের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন 'মিঠাই' সৌমিতৃষা -

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে অকপট অভিনেতা। আদৃতের স্বপ্নের মানুষ কে সেটা জানতে চাওয়া হলে অভিনেতা জানান যে, হ্যাঁ একজন মনের মানুষ আছেন এবং সেখানে আমি সফল। এরপরই তাকে প্রশ্ন করা হয় তিনি প্রেমিক হিসেবে কেমন? তাতে অভিনেতা জানান যে, ‛আমার তো মনে হয় ভালোই বাকিটা সে বলতে পারবে। আর খুব না হলেও আমি রোমান্টিক’। এরপরই তাকে প্রশ্ন করা হয় প্রেমিক আদৃতের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি?

'ব্লক করে দেবো', আদৃতের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন 'মিঠাই' সৌমিতৃষা -

আর তাতে অভিনেতা জানান যে, ‛অভিযোগ অবশ্যই আছে’। আর এসব কথা থেকেই একেবারে স্পষ্ট অভিনেতা তার মনের মানুষ পেয়ে গিয়েছেন। কিন্তু মিঠাই রানীর হল কি? কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে সৌমিতৃষা ও আদৃতের নাকি মুখ দেখাদেখি বন্ধ। তবে, সম্প্রতি ভালোবাসার দিবস উপলক্ষে এক অনুরাগী সৌমিতৃষা ও আদৃতের একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আর তার উত্তরে অভিনেত্রী জানিয়েছেন যে, রিল ও রিয়েল লাইফের মধ্যে তফাৎ বোঝা উচিত। দয়া করে যেন কোনোরকম ভুল খবর ছড়ানো না হয়।

'ব্লক করে দেবো', আদৃতের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন 'মিঠাই' সৌমিতৃষা -

এমনকি ওয়ার্নিং দিয়ে বলেন যে, আর যারা এগুলো করবে আমি তাদের ডিরেক্টলি ব্লক করে দেব। সম্প্রতি দুজনেই এই মন্তব্যই প্রকাশ্যে এসেছে।