দেবচন্দ্রিমার আগে জিতের ছবির প্রস্তাব পেয়েছিলেন সৌমিতৃষা, এই কারণে করেছিলেন প্রত্যাখ্যান

জানেন কি দেবের আগেও জিতের সিনেমায় কাজ করার প্রস্তাব এসেছিল মিঠাই রানী ওরফে সৌমিতৃষার (Soumitrisha Kundu) কাছে। কিন্তু সেই প্রস্তাব কেন নাকোচ করলেন অভিনেত্রী জানেন কি? টেলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির নায়িকা তিনি। বর্তমানে তিনি ছোটপর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন। তাকে নিয়ে মানুষজনের ক্রেজ কিছু কম নয়। বাংলা টেলিভিশনের (Television) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মিঠাই’ (Mithai)।
এই সিরিয়াল নিয়ে মানুষের যেমন উত্তেজনা ছিল ঠিক তেমনই সিরিয়ালের চরিত্র গুলোও ব্যাপক জনপ্রিয় ছিল দর্শক মাঝে। আর সেখানেই মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। প্রতিদিন রাত ৮ টা বাজলেই মিঠাই রানীর দুস্টু-মিষ্টিতে ভরা খুনসুটি দেখতে টিভির পর্দায় ভিড় জমাতো দর্শকেরা। যদিও পরে স্লট বদল করে সন্ধ্যে ৬ টায় এই সিরিয়ালের দেখা মিলতো।
তবে, তারপরেও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও। এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)।
তবে, ‘মিঠাই’ ধারাবাহিকই তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। সদ্য শেষ হয়েছে সিরিয়াল। বলা চলে তারপরেও বাংলা টেলিভিশনের (Television) জনপ্রিয় তথা দর্শকদের পছন্দের নায়িকা হলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)।
আগামীদিনে তাকে অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‛প্রধান’ ছবিতে তাকে দেখা যাবে। দেবের বিপরীতে কাজ করবেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। আগস্ট মাস থেকে শুরু হবে শ্যুটিং। তবে, জানেন কি এর আগেও জিতের ‛বুমেরাং’ ছবির অফার এসেছিল সৌমিতৃষার কাছে। কিন্তু সেই সময় একদিকে সিরিয়ালের শ্যুটিং অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে ছবির অফার নাকোচ করেন অভিনেত্রী। তার কথা প্রথম ছবিতে ১০০ শতাংশ না দিতে পারলে খুব অন্যায় হতো।
জিতের ছবির শ্যুটিং হওয়ার কথা ছিল জুন মাসে। আর ওদিকে দেবের এই ছবির শ্যুটিং আগস্ট মাসে শুরু হবে। আপাতত জিতের (Jeet) এই সিনেমায় সৌমিতৃষার বদলে দেবচন্দ্রিমাকে (Debchandrima Singha Roy) দেখা যাবে।