মান অভিমান ভুলে হাঁসি মুখে ফের পাশাপাশি মিঠাই-সিড! ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

তাহলে কি এবার মিললো আদৃত-সৌমিতৃষার ঝামেলা? নাকি পুরোটাই প্রফেসনালিজম? এই প্রশ্নই এখন ঘুরছে টেলিপাড়ার অন্দরে। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ও আদৃত রায় (Adrit Roy)। সিরিয়ালের পর্দায় সিড তার মিঠাই রানীকে একেবারে চোখে হারায়। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দুজনের সমীকরণটা খানিকটা আলাদা বৈকি।
দীর্ঘ ১ বছর ধরে আদৃত ও সৌমিতৃষার ঠান্ডা লড়াইয়ের কথা আশাকরি কারোর কাছেই অজানা নয়। কিন্তু কি কারণে তাদের মধ্যে এই লড়াইয়ের সূত্রপাত জানেন কি? আসলে শোনা গিয়েছে মেকআপ রুম থেকেই নাকি ত্রিকোণ প্রেমের সম্পর্ক শুরু হয়। আর তা হয় সৌমিতৃষা-আদৃত-কৌশাম্বিকে নিয়ে। যদিও তিনজনের কেউই এই ব্যাপারে কোনো মুখ খোলেননি। তবে, আদৃতের জন্মদিনে সৌমিতৃষার সঙ্গে তার ঠান্ডা লড়াইয়ের বিষয়টি নজর এড়ায়নি কারোর।
তবে, এবার দেখা গেল অন্য দৃশ্য। সম্প্রতি জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেই ভিডিওটি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে, ‛জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস’-র জন্য প্রমোশনাল ফটোশ্যুট সারছেন দুজনে।।মিঠাই রানী ওরফে সৌমিতৃষার পরণে রয়েছে হলুদ রঙের সিকয়েন্সের শাড়ি। সঙ্গে সোনালী জড়ির পাড়। আর তার সঙ্গে পড়েছেন গ্রে রঙের ব্লাউজ। হালকা মেকআপ সহ খোলা চুলে মাথায় গোজা ফুল।
আর ওদিকে আদৃতের পরণে রয়েছে হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। সোনালী রঙের সিকুইনড এমব্রয়ডারি করা পাঞ্জাবীতে। কখনও আদৃত সৌমিতৃষাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আবার কখনও আদৃতের কাঁধে হাত রেখে হাসিমুখে ছবি তুলেছেন। তবে, এই ফটোশ্যুটের ফাঁকে একবারের জন্যও দুজনকে একে অপরের দিকে তাকাতে দেখা যায়নি। আর সেক্ষেত্রে সকলেই ধারণা প্রফেসনাল ভাবেই তারা এই শ্যুট সেরেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।