Entertainment

দেবের নায়িকার চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি তুঙ্গে! তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের পুজোয় উপস্থিত মিঠাই

সবেমাত্র শেষ হয়েছে মিঠাই-এর শেষ পর্বের শ্যুটিং। আর তারপর দম ফেলবার ফুরসত নেই নায়িকার। তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের পুজোয় হাজির মিঠাই রানী ওরফে সৌমিতৃষা (Soumitrisha Kundu)। বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’ (Mithai)। দীর্ঘ আড়াই বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করেছে এই সিরিয়াল। কিন্তু সময়ের নিয়মে ধারাবাহিকে ইতি তো টানতেই হয়। আর তেমনই এই ধারাবাহিকেরও সফর শেষ হতে চলেছে।

এমনকি শেষপর্বের শ্যুটিংও হয়ে গিয়েছে। আর মিঠাই (Mithai) ধারাবাহিকের শেষলগ্নে এসে আরও একটি খবর এসেছে প্রকাশ্যে। আর সেটা হল মিঠাই ওরফে সৌমিতৃষার বড়পর্দায় ডেবিউয়ের খবর। অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‛প্রধান’ ছবির নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। আর তার বিপরীতে থাকছেন টলিউডের সুপারস্টার দেব (Dev)। আগামী আগস্ট মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। আর এই খবরে একেবারে খুশির ফোয়ারা ছুটছে মিঠাই ভক্তদের মনে।

তবে, এসবের মাঝেই শনিবার রাতে তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের পাশে দেখা মিললো মিঠাই রানীর। আসলে সেদিন ছিল বাবা লোকনাথের ১৩৩ তম তিরোধান দিবস। এই উপলক্ষে নিউ আলিপুরের সুরুচি সংঘে ধুমধাম করে এই দিনটি পালিত হয়। আর সেখানেই ‛প্রধান’ এর সহ প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে হাজির হয়েছিলেন নায়িকা। এদিন গোলাপি রঙের কুর্তি, খোলা চুল ও হালকা মেকআপে ঝলমল করছিলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)।

দিনকয়েক আগেও প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে মিটিং-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেছিলেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন যে, ‛সেরাটা আসা এখনও বাকি’। আপাতত সকলেই এখন মিঠাই রানীকে বড়পর্দায় দেখার অপেক্ষা করছেন।