সৌমিত্র চট্টোপাধ্যায়ের অপূর্ণ ইচ্ছা পূরণ করলেন দেব, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়!
দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে চলে গেলেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি বর্তমান যুগের একজন লিভিং লিজেন্ড ছিলেন বলা যেতে পারে। তার জ্ঞানের পরিধি ছিল অনেকটাই। তার মতো একজন লিজেন্ডকে হারানো গোটা চলচ্চিত্র জগত থেকে শুরু করে সাধারণ মানুষের যে বিরাট বড় ক্ষতি তা আর বলার অপেক্ষা রাখে না।
অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু, হল না শেষ রক্ষা। তবে, আমরা তাঁকে হারালেও তার কাজের মধ্যে দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখবো সারাজীবন। তিনি এমন একজন ব্যাক্তিত্ব যার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় এমনিতেই। তিনি তার কাজের মাধ্যমে মানুষের মন এতটাই জয় করে নিয়েছিলেন যা চির অবিনশর।
এমন কে নেই যার সঙ্গে কাজ করেননি তিনি। অপর্ণা সেন থেকে শুরু করে সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, সুচিত্রা সেন, শর্মিলা ঠাকুর প্রমুখ তাবড় তাবড় অভিনেত্রীদের সঙ্গে কাজ করে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র তিনি।
তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি আবৃতিও করতেন। কিন্তু এত কিছুর মধ্যেও তার মনে একটি সুপ্ত ইচ্ছে ছিল আর সেটা হল তার এই ৮৫ বছরের জীবনের সমস্ত খারাপ ভালো অভিজ্ঞতা একটি সিনেমার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা। কিন্তু সে ইচ্ছে পূরণ না করেই তাকে নিয়তির সময়ে চলে যেতে হল এ ধরাধাম থেকে।
কিন্তু, তিনি নিজে না পারলেও এবার তাঁর ইচ্ছে পূরণ করবে দেব। দেবের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় হল তাঁর ছানা দাদু। আর তাঁর ইচ্ছে পূরণ করতেই এবার মাঠে নামল দেব। সূত্রের খবর সব ঠিক থাকলে ডিসেম্বরেই ছবির কাজ শুরু হবে।