×
EntertainmentNewsTrending

গরিবের ভগবান সোনু সুদ, চার মাসের বাচ্চার প্রাণ বাঁচালো অভিনেতা

কিছুদিন আগেই দেশজুড়ে চলা লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকেদের বাড়ি ফিরিয়ে সিনেমা জগতের ভিলেন সোনু সুদ বাস্তব জীবনে হয়ে উঠেছিলেন হিরো। একের পর এক বাস থেকে বিমানের ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে এনেছিলেন সোনু।

আর এই মহত্বের জন্যই বেশ কিছুদিন খবরের শিরোনামে বারবারই উঠে এসেছিলেন তিনি। সঙ্গে পরিযায়ী শ্রমিক ও দেশবাসীর কাছে হয়ে উঠেছিলেন মাসিহা। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে তার অবদান মন জয় করে নিয়েছিল নেটিজেন থেকে সমগ্র দেশবাসীর।

ADVERTISEMENT

তবে, সম্প্রতি আরও একবার সকলের মন জয় করে নিয়েছেন তিনি। বয়স চার মাস। এদিকে শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য হার্টের ব্যাধি। প্রয়োজন অপারেশনের। কিন্তু সংসারে সেই টাকা কোথায়? বাবা সামান্য এক কুরিয়ার কোম্পানিতে চাকরি করেন। অপারেশনের জন্য এত টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব।

আর ঠিক সেই সময়ই গরিবের ভগবান হয়ে আবারও পাশে দাঁড়ালেন সোনু সুদ। জানা গিয়েছে, ৪ মাসের এই ছোট্ট শিশুর নাম সূর্য। হটাৎ করেই তার হৃৎপিণ্ডের সমস্যা ধরা পড়ে। আর তার চিকিৎসার জন্য ৭ লক্ষ টাকা দরকার। এরপরই শিশুটির বাবা গ্রামের লোকের কথা শুনে সোনু সুদকে টুইট করেন। প্রায় সঙ্গে সঙ্গেই সেই টুইট এর উত্তর দেন সোনু সুদ।

বলিউড অভিনেতা জানান, তিনি ছোট্ট সূর্যের পাশে আছেন। ইনোভা পার্ট হাসপাতালে অপেরেশন এর সমস্ত ব্যাবস্থা করা হয়েছে এবং কোনসাম্বা মূর্তি নামে এক চিকিৎসক অপেরেশন করবেন বলেও জানান তিনি। অভিনেতার এই উদ্দ্যেগে আপ্লুত খুদের বাবা অদ্বৈতবাবু।

পরিযায়ী শ্রমিকদের দেশে ফিরিয়ে তিনি অনেক আগেই মানুষের কাছে ভগবান হয়ে উঠেছিলেন। কিন্তু, এবার আরও এক ছোট্ট শিশুর প্রাণ বাঁচিয়ে তিনি শুধুমাত্র ভগবান হয়ে নয় মানুষের মনের মণিকোঠায় থাকবেন তাঁদের কাছের মানুষ হয়ে।

ADVERTISEMENT

Related Articles