Sonam Kapoor: দুধ সাদা পোশাকে উন্মুক্ত বেবি বাম্প, হবু মা সোনমের সৌন্দর্যে ফিদা সাইবারবাসী

বলিউড (Bollywood) জগতের জনপ্রিয় প্রথম সারির একজন অভিনেত্রী হলেন সোনাম কাপুর। অনীল কাপুরের (Anil Kapoor) মেয়ে হিসেবে নয় বরং নিজের অভিনয় দক্ষতার গুনে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্দরে। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে (Ananda Ahuja) বিয়ে করেন সোনাম। তবে, বিয়ের আগে দুজনেই ৪ বছর একে অপরকে ডেট করেছেন। চলতি বছরের মার্চ মাসে সোনম ও আনন্দ (Sonam – Ananda) তাদের সন্তান আসার কথা প্রথম জানিয়েছিলেন।
View this post on Instagram
আর সেই থেকেই নেটিজেনরা সোনামের “বেবি বাম্প” দেখার অপেক্ষায় প্রহর গুনছিলেন। অন্তঃসত্ত্বা সোনম (Sonam Kapoor) কতটা সুন্দরী হয়েছে তা দেখার অপেক্ষায় সকলেই। আর এবার সকলের সেই মনের ইচ্ছেই ভালোভাবে পূর্ণ করলেন অভিনেত্রী। সম্প্রতি সোনাম নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন কয়েকটি ছবি। যেখানে তার পরনে রয়েছে সাদা শাড়ি ও স্ট্যাপলেস ব্লাউজ। গলায় ও কানে ভারী অলংকরণ। কাজল চোখ, ফাঁকা ঠোঁটে মাঝখান থেকে সিথি করা সোনামের এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।
ডিজাইনার আবু জানীর জন্মদিনে এই লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তার এই শাড়িটি ডিজাইন করেছে আবু জানী ও সন্দীপ খোসলা। শাড়িটি স্টাইল করা হয়েছিল সোনামের মা সুনিতা কাপুরের স্টেটমেন্ট জুয়েলারি দিয়ে। যদিও এর আগেও সোনাম ও আনন্দ (Sonam – Ananda) দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন। আর সেখানেও কালো পোশাকে আনন্দ আহুজার কোলে শুয়ে দুহাত দিয়ে বেবি বাম্প ধরে থাকতে দেখা গিয়েছে সোনমকে।
View this post on Instagram
তবে, এবারের ছবি আগের চেয়ে আরও অনেক বেশি স্পষ্ট। সেই সময়ে ছবি পোস্ট করে আনন্দ ও সোনম (Ananda – Sonam) জানিয়েছিলেন যে – “চার হাত। আমরা যতটা পারি তোমাকে বাড়াতে। দুটি হৃদয়। যা তোমার সঙ্গে একতাবদ্ধ হয়ে স্পন্দিত হবে। পথের প্রতিটি পদক্ষেপ। একটি পরিবার। কে তোমাকে বর্ষণ করবে। ভালোবাসা এবং সমর্থনের সাথে? আমরা আর তোমাকে স্বাগত জানাতে অপেক্ষা করতে পারছি না”।