সোনা-রূপাকে তুলে নিয়ে যাচ্ছে কিডন্যাপার, লাঠি হাতে হাজির দীপা, তারপর…! টিভির আগে ফাঁস আগামী পর্ব

বিপদের মুখে সোনা-রুপা! টানটান উত্তেজনা ধারাবাহিকের পর্দায়। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা জনপ্রিয় তথা বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার (Surya-Dipa) প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছিল সিরিয়ালের পর্দায়।
প্রথম থেকে এই ধারাবাহিকের মূল মন্ত্র হলো ‛রূপ নয় গুণই হলো মানুষের আসল পরিচয়’। কিন্তু যতদিন এগিয়েছে ততই ধারাবাবাহিক একেকদিকে মোড় নিয়েছে। সূর্যর দীপাকে ভুল বোঝা, দীপার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, দীপার সন্তান জন্ম দেওয়া, সূর্যের জীবনে সোনার আগমন, ফের দীপা-সূর্যর দেখা হওয়া, মিশকার কিডন্যাপিং সহ নানান কিছু উঠে এসেছে সিরিয়ালের প্রতিটি পর্বে।
তবে, এরই মাঝে এখন যে দুটি জিনিস বহমান তা হল সূর্যর দীপাকে (Surya-Dipa) ভুল বোঝা আর অন্যদিকে মিশকার (Mishka) শয়তানি। কিন্তু সোনা-রুপা দীপাকে মা হিসেবে অস্বীকার করায় এলোমেলো হয়ে যায় দীপা। আর তারপরই রাস্তা দিয়ে অন্যমনস্ক ভাবে হাঁটতে থাকায় এক্সিডেন্ট হয় তার। যদিও বর্তমানে সূর্যের সেবায় দীপা অনেকটাই সুস্থ। তবে, সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে, দীপার কাছে ক্ষমা চেয়ে সোনা-রুপাকে নিয়ে অন্য যায়গায় চলে যাওয়ার পরিকল্পনা করে সূর্য।
কিন্তু হঠাৎ করেই ওই এলাকায় সিরিয়াল কিলারের উপদ্রব বেড়ে যায়। আর যে কিনা বাচ্চাদেরই টার্গেট করে। দেখা যায় যে, সেই সিরিয়াল কিলার সূর্যের বাড়িতেই মালি হিসেবে প্রবেশ করে। এমনকি প্ল্যান করতে থাকে কিভাবে সে বাচ্চাদের হত্যা করবে। ওদিকে দীপার জ্ঞান ফেরার পর সে মরিয়া হয়ে ওঠে বাচ্চাদের কাছে যাওয়ার জন্য। কারণ সে অনুমান করতে পারে যে, সূর্য তার বাচ্চাদের নিয়ে চলে যাবে।
যদিও সিস্টার মার্গারেট তাকে আশ্বাস দেয় যে, কিচ্ছু হবে না। কিন্তু তারপরেও দীপা বাচ্চাদের জন্য চিন্তিত থাকে। ওদিকে সিরিয়াল কিলারের কথা শুনে সোনা-রূপাও ভয় পেয়ে সূর্যকে জড়িয়ে ধরে। এবার দেখার পালা আগামী দিনে ধারাবাহিক কোনদিকে মোড় নেয়।