এতকিছুর পরেও সূর্যের জন্য আলাদা হয়ে যাচ্ছে সোনা-রুপা, ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে জমজমাট টুইষ্ট

‛রাবারের মতো ভুল বোঝাবুঝিকে টেনে বড় করছে’! ‛অনুরাগের ছোঁয়া’- র নতুন প্রোমো দেখে বক্তব্য নেটিজেনদের। বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছে সিরিয়ালের পর্দায়।
এই ধারাবাহিকের মূল মন্ত্র হলো ‛রূপ নয় গুণই হলো মানুষের আসল পরিচয়’। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বছরের পর বছর ধরে সূর্য ও দীপার মধ্যে ভুল বোঝাবুঝি চলেই আসছে। আর তার সূচনা করেছিল মিশকা। তার ষড়যন্ত্রেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল দীপা। কেননা সূর্য কোনোভাবেই মানতে নারাজ দীপার গর্ভের সন্তার তার। তবে, এরপরেও নানান টানাপোড়েনের মাঝে দীপা দুই যমজ কন্যা সন্তানের জন্ম দেয়।
একজনকে দেখতে হয় দীপার মতো। আর অন্যজনকে দেখতে সূর্যর মতো। তবে, শ্যামবর্ণা গায়ের রঙের মেয়েটিকে নিজের সঙ্গে নিয়ে যায় লাবণ্য সেন। তবে, সেটা জানতে পারেনা দীপা। সে জানে তার একটাই সন্তান হয়েছে। তবুও হাসপাতাল থেকে ফেরার পথে কোথাও যেন একটা পিছুটান অনুভব করে। বর্তমানে সোনা ও রূপা দুজনেই যে যার মতো বড় হয়ে উঠেছে। এমনকি তাদের মধ্যে দেখাও হয়েছে। শুধু তাই নয় দেখা হয়েছে সূর্য-দীপার মধ্যেও।
যদিও অতীতের তিক্ততা এখনও তাদের সম্পর্ককে সহজ হতে দেয়নি। একেরপর এক ভুল বোঝাবুঝি হয়েই চলেছে। প্রথম দিকে সূর্য জানতে পারেনা সোনার ফুল মা দীপা। কিন্তু জানার পর সে সোনাকে দীপার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। আর তারই সূত্র ধরে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, সূর্য বিদেশে যাবে আর তাই তার মেয়ে সোনাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চায়। কিন্তু সোনা তার ফুল মাকে ছেড়ে কোথাও যেতে চায় না।
ওদিকে দীপাও সূর্যকে বলে সোনাকে যাতে তার স্কুলের ফাইনাল পরীক্ষা দিতে দেয়। কিন্তু তাতে সূর্য সাফ জানিয়ে দেয় আমার মেয়ের ব্যাপারে আমি বাইরের কারোর কথা শুনতে চাই না। আর ওদিকে রূপাও তার মাকে জিজ্ঞেস করে যে ডাক্তার বাবু আর হিংসে কুটি কি অনেকদূর চলে যাবে? আর এই প্রোমো প্রকাশ্যে আসতেই বেজায় ক্ষেপেছেন নেটিজেনরা।
ধারাবাহিকে দীর্ঘদিন ধরে চলা সূর্য-দীপার মধ্যেকার এই ভুল বোঝাবুঝি কেউই মেনে নিতে পারছেন না। এখন শুধু অপেক্ষার পালা কবে সূর্য-দীপার মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হয়। দুই মেয়েকে নিয়ে তাদের একটি সুন্দর সংসার দেখার অপেক্ষায় অনুরাগীরা।