মা দীপা এইসব কি বলছে, সোনা নাকি ওর মেয়ে! লাবন্যর কাছে প্রশ্ন সূর্যের, জানুন আসল ব্যাপারটা

অবশেষে সূর্য ও দীপা দুজনেই জানলো সোনা তাদের মেয়ে! ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’। সকলেই জানেন যে, নিজের হারানো সন্তানকে ফিরে পাওয়ার জন্য বর্তমানে মরিয়া হয়ে উঠেছে দীপা। আর তাইতো মিশকার বলা মিথ্যেকেও সে সত্যি বলে ধরে নিয়েছে। আর সেই ধরেই মিশকা দীপার থেকে ডির্ভোস পেপারে সই করিয়ে নিতে চাইছে। আর সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হয় সোনা ও সূর্য।
আর তাই মিশকা ঘাবড়ে যায়। এমনকি ডির্ভোস পেপারে সই করার প্রসঙ্গ তখনকার মতো ধামাচাপা পড়ে যায়। আর এরই মাঝে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, সূর্যর বাবা তার স্ত্রী অর্থাৎ লাবণ্যর সঙ্গে প্ল্যান করে। অসুস্থতার অভিনয় করে সূর্যর কাছে আবদার করে তার শেষ সময়ে বড় বৌমা ও নাতনিদের নিয়ে থাকতে চায়।
অবশেষে বাবার আবদার রাখতে দীপা ও রুপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে সূর্য। এরপর দিন কয়েক যাওয়ার পর লাবণ্য সেন ও তার বর সোনাকে ছোটবেলায় কিভাবে এই বাড়িতে এনেছে, এমনকি সে দীপা ও সূর্যর সন্তান সেই প্রসঙ্গে কথা বলতে থাকে। আর যা আড়াল থেকে শুনে নেয় দীপা। আর তখন তার বুঝতে বাকি থাকেনা যে, সোনাই তার হারিয়ে যাওয়া সন্তান।
আর এসব শোনার পর দীপা সোনাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যেতে চায়। এমনকি সোনাকে বলে এবার থেকে তাকে ফুলমা নয় মা বলে ডাকতে। আর এসব শুনে সূর্যের বাবা দীপার কাছে সূর্যের প্রাণ ভিক্ষা চায়। কেননা সোনাকে সূর্য কতটা ভালোবাসে তা আশাকরি কারোর অজানা নয়। এমনকি ছোটবেলা থেকে সূর্যই তাকে নিজের হাতে মানুষ করেছে। আর তাই সে ছাড়া সূর্য কিছুতেই বাঁচতে পারবে না বলেই দাবি সূর্যের বাবার দাবি।
ওদিকে এসব কথা আড়াল থেকে উর্মি শুনে নেয়। এরপর যা গিয়ে বলে সূর্যকে। আর এই কথা শুনে সূর্য তার মাকে প্রশ্ন করে। এমনকি লাবণ্য সেনও সূর্যকে আসল সত্যি জানিয়ে দেয়। যদিও এই ভিডিওটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ থেকেই যায় সকলের মনে। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে সেটাই এখন দেখার।