সূর্যকে রিপোর্ট তুলে দিল সোনা, বোকামি করে ফেঁসে গেল মিশকা! জানুন আসল ব্যাপারটা

মিশকার থেকে DNA টেস্টের রিপোর্ট নিয়ে সূর্যর হাতে তুলে দিল সোনা! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন ভিডিও ক্লিপ। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, অবশেষে দীপা সূর্যর সামনেই স্বীকার করেছে সেই রুপার মা। চলতি সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। ৮.৫ রেটিং নিয়ে বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়াল।
সকলেই জানেন যে, রুপাকে দিয়ে সূর্য-দীপার মধ্যে আবারও ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টায় ছিল মিশকা। এমনকি তাতে খানিকটা সফল হয়। অবশেষে সূর্যের রাগের কাছে দীপা স্বীকার করতে বাধ্য হয় যে সেই রুপার মা। আবারও একবার যেন দীপাকে ভুল বোঝে সূর্য। বছরের পর বছর ধরে সূর্য-দীপার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েই চলেছে। যা এখনও বহমান।
এরপর সূর্য বাড়ি ফিরে মুখোমুখি হয় তার মা লাবণ্য সেন সহ গোটা পরিবারের। সবার কাছে প্রশ্ন তোলে তাকে কেন জানানো হয়নি সোনার ফুল মা কে আর রুপার মা কে। যদিও লাবণ্য সহ বাড়ির সকলেই তাকে কোনোমতে বুঝিয়ে শান্ত করে নেয়। কিন্তু মিশকা এসে আবারও সূর্যর কানে দীপার নামে উল্টো-পাল্টা কথা ঢোকাতে থাকে। আর তখনই লাবণ্য সেন তাকে ধমকে চুপ করিয়ে দেয়।
তবে, এখানেই থেমে থাকেনি মিশকা। সে সূর্যর ঘরে গিয়ে রুপার নামে সোনাকে ভুল বোঝাতে থাকে। যদিও তাতে কোনো লাভ হয়না। এরপর মিশকা ওই ঘর থেকে চলে গেলে সোনা মিশকার ব্যাগে আবারও DNA টেস্টের রিপোর্ট দেখতে পায়। আর সেটা নিয়েই সবাইকে ডেকে সেটা দেখায়। আর এসব দেখে তো মিশকা অবাক। অবশেষে লাবণ্য সেন দেখতে পায় এটা সূর্য ও সোনার DNA টেস্টের রিপোর্ট। এরপর মিশকাকে প্রশ্ন করতেই সে ভয় পেয়ে যায়। তাহলে কি অবশেষে মিশকার ষড়যন্ত্র ফাঁস হবে?
যদিও এই ভিডিওটি কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে প্রকাশ করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আর তাই এই ভিডিওটি কতটা সত্যি তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়।