সোনা এবং রুপা আপনার সন্তান, সূর্যের হাতে প্রমান তুলে দিল শিবানী! জানুন আসল ব্যাপারটা

Anurager Chhowa: অবশেষে সূর্য জানলো সোনা-রুপা তারই সন্তান! সে বাবা হতে সক্ষম। প্রকাশ্যে ধারাবাহিকের নতুন ভিডিও ক্লিপ। সকলেই জানেন যে, বর্তমানে বেশ জমজমাট পর্ব চলছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। হাসপাতালে গিয়ে দীপা জানতে পেরেছে যে, সে সেই রাতে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। আর এই কথা শুনে তো মাথায় হাত তার। যদিও তার ধারণা সূর্যের মা সবটা জানে। এরপরই দীপা মুখোমুখি হয় লাবণ্য সেনের।
এমনকি তাকে প্রশ্ন করে তার আরেকটি মেয়ে কোথায় সেই নিয়ে। এরপর লাবণ্য সেন দীপাকে সব সত্যি খুলে বলে। আর তাতে দীপা প্রথমদিকে লাবণ্য সেনকে ভুল বুঝলেও পরে সবকথা শোনার পর তার রাগ ভেঙে যায়। এরপর সূর্য জানতে পারে যে, সোনা-রূপা দুজনেই আসলে দীপার যমজ দুই মেয়ে। শুধু দীপাই নয় তারা দীপা ও তার দুই মেয়ে। যদিও একথা কোনোভাবেই মানতে চায়না সূর্য। কেননা সে জানে সে কোনোদিনও বাবা হতে পারবে না।
আর তাইতো সে উল্টে তার মাকে বলে কি প্রমান আছে তার কাছে। যদিও তাতে লাবণ্য সেন একেবারেই চুপ থাকেনা। কবীরের স্ত্রী শিবানীকে ফোন করে সব প্রমান নিয়ে আসতে বলে। এরপর শিবানী সব প্রমান তুলে দেয় সূর্যর হাতে। আর সেটা দেখে তো অবাক সূর্য। সে বুঝতে পারে যে, এতদিন তাহলে সে শুধু শুধু ভুল বুঝে এসেছে দীপাকে। এমনকি সে বাবা হতে সক্ষম সেটাও বুঝতে পারে। আর এসব জানার পর তার এতদিন ধরে করা ভুলের কথা ভেবে সে নিজেই কষ্ট পায়।
ওদিকে মিশকা দেখতে পায় সবকিছু জানাজানি হয়ে গেছে। এমনকি সূর্যও যে বাবা হতে পারে সেই সত্যিটাও জানাজানি হয়ে গেছে। তাহলে কি এবার মিশকার মুখোশ খুলে যাবে? আগামী দিনে কি আবারও এক হতে চলেছে দীপা-সূর্য? যদিও তা বলবে সিরিয়ালের আগামী পর্ব। তবে, সম্প্রতি ভাইরাল এই ভিডিও ক্লিপটি কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে প্রকাশ করা হয়নি। আর তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।