Solanki Roy: অবশেষে ‘গাঁটছড়া’ ছাড়ার কারন জানালেন শোলাঙ্কি, মন খারাপ ভক্তদের

অবশেষে প্রকাশ্যে এল শোলাঙ্কির (Solanki Roy) ‛গাঁটছড়া’ (Gantchhora) ছাড়ার আসল কারণ। কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, গাঁটছড়া নাকি শেষ হতে চলেছে। সকলের অনুমান ছিল সেই জায়গায় নাকি ‛রামপ্রসাদ’ (Ramprosad) আসবে। কিন্তু অবশেষে দেখা গেল ‛বালিঝড়’ (Balijhor) শেষ হয়ে সেই জায়গায় এল রামপ্রসাদ। তবে, তারপর থেকে শোনা যাচ্ছে ‛গাঁটছড়া’ নাকি লিপ নিতে চলেছে। ২০ বছর এগিয়ে যাবে গল্প। সামনে আসবে নতুন সব মুখ।
শুধু তাই নয় লিড হিরো-হিরোইনও নাকি বদলে যাবে। আর তারই মধ্যে শনিবার অভিনেত্রী শোলাঙ্কি ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে একটি আভাস দেন। আর তারপর থেকেই আরও বেশি করে জল্পনা তুঙ্গে ওঠে। আর এসবের মাঝেই সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোলাঙ্কি (Solanki Roy) জানালেন আসল কারণ। অভিনেত্রী জানান যে, তার ট্র্যাক শেষ হচ্ছে। বাদবাকি সব যেমন ছিল তেমনটাই থাকবে।
এই বিষয়ে অভিনেত্রী আরও বলেছেন যে, মে মাস পর্যন্তই তার সঙ্গে চ্যানেলের চুক্তি ছিল। যা তিনি আর বাড়াতে রাজি নন। বর্তমানে তিনি ব্রেক চান। শোলাঙ্কি (Solanki Roy) জানান কিছুদিন ধরে তার শরীরটা ভালো নেই। আর যে কারণে গাঁটছড়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি স্বাস্থ্যের উপর বেশি করে ফোকাস করতে চান। তবে, সিরিয়াল ২০ বছর নাকি ১৫ বছর নাকি ১০ বছর এগোচ্ছে সেটি তিনি নির্দিষ্ট করে বলেন না।
তবে, শোলাঙ্কি (Solanki Roy) যে পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছেন সেকথা তিনি স্পষ্ট করেই জানান। পাশাপাশি এই এতদিনের জার্নিটায় ছেড়ে যাওয়ার তার যে বেশ মনখারাপ সেকথাও জানিয়েছেন অভিনেত্রী। এখন শুধু দেখার পালা আগামী দিনে কোনদিকে মোড় নেয় ‛গাঁটছড়া’ (Gantchhora)।