Solanki Roy: সিরিয়াল ছেড়েই হট লুকে হাজির পর্দার ‘খড়ি’, শোলাঙ্কির রূপে ফিদা সাইবারবাসী

উফফফ আমি শেষ! ছবি শেয়ার করতেই খড়ির ছবিতে মন্তব্য দ্যুতির! বর্তমানে ‛গাঁটছড়া’ (Gantchhora) ধারাবাহিকে এসেছে নতুন মোড়। গল্প এগিয়েছে ১৫ বছর। পর্দা থেকে বিদায় নিয়েছে খড়ি ওরফে শোলাঙ্কি (Solanki Roy)। আর এবারে একেবারে খড়ির লুক ছেড়ে মর্ডান লুকে ধরা দিলেন অভিনেত্রী। ছবি দেখে কুপোকাত সকলে। এখনও সে খড়ি নামেই সকলের কাছে বেশি পরিচিত। খড়ির ছিমছাম পোশাক থেকে তাঁর কথা, আদবকায়দা সবই গভীর ভাবে ছাপ ফেলেছে দর্শক মনে।
View this post on Instagram
অল্প সময়ের মধ্যেই দর্শকদের বেশ পছন্দের চরিত্র হয়ে উঠেছে খড়ি। রিল লাইফে খড়ি সাদামাটা হলেও বাস্তব জগতে শোলাঙ্কি (Solanki Roy) কিন্তু বেশ হট। আর এবার হট লুকেই ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী। ইটিভি বাংলার পর্দায় ‘কথা দিলাম’ ধারাবাহিক দিয়ে পা রেখেছিলেন টিভির পর্দায়। এরপর ‛ইচ্ছে নদী’ (Ichhe Nodi) ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান। আর তারপর একেরপর এক কাজ দিয়ে পান জনপ্রিয়তা।
View this post on Instagram
সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে তার পরণে রয়েছে নীল রঙের ওয়ান পিস। পেটের দুপাশ দিয়ে কাটা। টেনে পনিটেল করে বাধা চুল। স্মোকি আই ও গ্লসি লিপস্টিক সহ মেকআপে মূহুর্তেই নজর কেড়েছেন অভিনেত্রী। তবে, পোশাকের সঙ্গে একটি সবুজ রঙের কোর্টও ক্যারি করেছেন। নিজের মতো পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
ছবি পোস্ট করে শোলাঙ্কি ক্যাপশনে লিখেছেন যে, ‛ড্রিমিং এ নিয়ন ড্রিম’। যথারীতি শোলাঙ্কির (Solanki Roy) এই লুক দেখে নেটিজেন থেকে তার কো-আর্টিস্ট সকলেই কুপোকাত হয়েছেন। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য লিখেছেন ‛উফফফ আমি শেষ’। গৌরব চক্রবর্তী একটি আগুনের ইমোজি দিয়েছেন। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) আবার মজার ছলে লিখেছেন ‛ম্যাম আপনাকে শাড়িতেই বেশি ভালো লাগে। কিন্তু আপনি যা ইচ্ছে পরতে পারেন’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) শোলাঙ্কির এই লুক।