×
Entertainment

Solanki Roy: দুধ সাদা পোশাকে অনাবৃত নিম্নাঙ্গ, ‘গাঁটছড়া’র খড়ির বোল্ড লুকে কুপোকাত ভক্তরা

দুধ সাদা টি-শার্টে নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Television) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‘গাঁটছড়া’। যেখানে খড়ির চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন শোলাঙ্কি। এখন সে খড়ি নামেই সকলের কাছে বেশি পরিচিত। খড়ির ছিমছাম পোশাক থেকে তাঁর কথা, আদবকায়দা সবই গভীর ভাবে ছাপ ফেলেছে দর্শক মনে।

রিল লাইফে খড়ি সাদামাটা হলেও বাস্তব জগতে শোলাঙ্কি কিন্তু বেশ হট। আর হট লুকেই ছবি পোস্ট করে নেটিজেনদের ঘুম কাড়লেন অভিনেত্রী। সম্প্রতি শোলাঙ্কি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে তার পরনে রয়েছে দুধসাদা রঙের ফুলস্লিভ লং টি-শার্ট। শার্টের সঙ্গে নেই কোনো বটমওয়ার। দুই পা উন্মুক্ত। খোলা চুলে হালকা মেকআপে অভিনেত্রীর এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

ছবি শেয়ার করে শোলাঙ্কি ক্যাপশনে লিখেছেন যে, রেনর বলেছিলেন কোনো কিছুই কঠিন নয়। ঠিক একই ভাবে সাদার উপর সাদা রং করাও সহজ। ছবি শেয়ার করতেই অভিনেতা থেকে নেটিজেন সকলেই কমেন্টের বন্যায় ভরিয়েছেন। সম্প্রতি শোলাঙ্কির এই উষ্ণ অবতারের ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।