‘নিজের রক্ত বেচে আমাকে তানপুরা কিনে দিয়েছে অদিতি’, ‘সারেগামাপা’র মঞ্চে আবেগঘন হয়ে বললেন বাংলার স্নিগ্ধজিৎ, দেখুন ভিডিও

একসময় জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’র (Sa re ga ma pa) মঞ্চে দূর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগিয়েছিল স্নিগ্ধজিৎ ভৌমিক। বিচারক থেকে শুরু করে অডিয়েন্সের পছন্দের তালিকায় ছিল তাঁর নাম। যদিও চ্যাম্পিয়নের ট্রফি ওঠেনি তাঁর হাতে। তবে, তাতে স্নিগ্ধজিৎর (Snigdhajit Bhowmik) জনপ্রিয়তা কমেনি। মানুষ তাঁর গানের গলার জন্যই তাঁকে মনে রেখেছে। সম্প্রতি সে বাংলার মঞ্চ ছেড়ে জাতীয় মঞ্চে জায়গা করে নিয়েছে।
আর সেখানেও তাঁর গানের মুগ্ধ সকলে। সম্প্রতি এই রিয়েলিটি শো এর মঞ্চে হাজির হয়েছিল বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurana) ও অভিনেত্রী বানি কাপুর। আর সেখানে স্নিগ্ধজিৎ ও লাজ নামের এক প্রতিযোগী দুজনে মিলে ‘ও লারকি আখ মারে’ গান গেয়ে মঞ্চ মাতায়। এমনকি এই গানের মাঝেই লাজ নামের প্রতিযোগী কবিতা কৃষ্ণমূর্তি কে দিয়ে আর ওদিকে স্নিগ্ধজিৎ কুমার শানুকে দিয়ে দু কলি গানও গাইয়ে নেয়।
এরপর আসে সেই মুহূর্ত। কুমার শানু বলেন যে, স্নিগ্ধজিৎয়ের (Snigdhajit Bhowmik) বিবি কে ফোন করতে। এরপর স্নিগ্ধজিৎয়ের স্ত্রী অদিতি (Aditi) এসে তাঁকে জড়িয়ে ধরে। কিছুক্ষনের জন্য আবেগঘন হয়ে পড়ে দুজনেই। এরপর স্নিগ্ধজিৎই জানায় কিভাবে তাঁর স্ত্রী অদিতি তাঁর পাশে থেকেছে। এমনকি তাঁর স্ত্রী নিজের রক্ত বিক্রি করে তাঁকে তানপুরা কিনে দিয়েছে বলেও সে জানায়। এরপর অদিতি বলে যে, স্নিগ্ধজিৎকে বিয়ে করার পর অনেকে নাকি তাঁকে অনেক কথাও বলে। আর এখন তাঁরাই বলেন যে, স্নিগ্ধজিৎ কোথায় পৌঁছে গেছে যে, তাঁকে দেখতেই পাইনা। ছুঁতেও পাইনা। সম্প্রতি স্নিগ্ধজিৎয়ের জীবনের এই কথাই আরও একবার উঠে এসেছে নেট মাধ্যমে।