Entertainment
স্নেহা পাল থেকে রাজসী ভার্মা, ওয়েব সিরিজে লজ্জার সীমা ছাড়িয়েছেন এই ৫ সুন্দরী অভিনেত্রী
Advertisement

Advertisements
Popular 5 Web Series Actress: বর্তমানে ওয়েব সিরিজ মানেই অ্যাডাল্ট সিরিজ। যে সিরিজ গুলি কার্যত আপনাদের ঘাম ঝরাতে সাহায্য করে। আপনাদের জানিয়ে রাখি এই প্রতিবেদনে কিন্তু কোনো সিরিজ যুক্ত নেই। বরং সেই সিরিজ গুলিতে অভিনয় করেন এমন পাঁচ জন অভিনেত্রীর নাম বলবো। যাদের অভিনয় দেখতে মুখিয়ে থাকেন আপনারা। তাহলে চলুন শুরু করা যাক –
১) প্রিয়া গামরে / Priya Gamre –
- উল্লু অ্যাপের মাধ্যমে তাঁকে সবথেকে বেশি দেখা যায়। দর্শকদের মধ্যে সাম্প্রতিক সেনসেশন তিনি। অভিনেত্রী সাহসী সিরিজে বোল্ড উপস্থিতি চোখে পড়ার মতো। তার সাহসের কারণে রোমান্টিক দৃশ্যে অভিনয় করার সময় কোনও দ্বিধা দেখাতেন না। তার কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজের মধ্যে রয়েছে মটকি, মা দেবরানি বেটি জেঠানি।
২) স্নেহা পল / Sneha Paul –
- উল্লুর চাউল হাউস ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের জন্য পরিচিত স্নেহা। উল্লু অ্যাপ দর্শকদের মধ্যে একটি বিশাল ফ্যান ফলোয়িং আছে স্নেহার। অ্যাডাল্ট সিরিজে তার এক্সপ্রেশন সবার খুব পছন্দের। তার মারকাটারি ফিগারে কার্যত সকলেই কুপোকাত।
৩) জিনি যাজ / Jinnie Jazz –
- উল্লু অ্যাপে আরেক হট অভিনেত্রী জিনি। তার নাম না নিলে কার্যত অসম্পূর্ন থাকবে। জানে আনজানে মে ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের জন্য এই অভিনেত্রী জনপ্রিয়। জানে আনজানে মে ফ্র্যাঞ্চাইজিতে পাঁচটি সিজনে তাঁকে দেঝা গেছে। একজন গৃহবধূর শারীরিক মিলনের যে গল্প সে গুলি তুলে আনা হয়েছে। উল্লু অ্যাপের দর্শকদের মধ্যে সিরিজটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
৪) প্রিয়া মিশ্রা / Priya Mishra –
- মন মারজি সিরিজের প্রিয়া মিশ্র কে কেউ ভুলতে পারবেন না। উল্লু অ্যাপের সবচেয়ে জনপ্রিয় এবং হট তারকাদের একজন প্রিয়া। চরমসুখ থেকে পালং তোদ সব কিছুতেই রাজশী খোলামেলা অভিনয় করেছেন। তবুও তার সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা এখনও মন মারজি সিরিজে মনে রেখেছেন মানুষ।
৫) রাজসী ভার্মা / Rajsi Verma –
- তৌবা তৌবা, সাউতেলা প্যায়ার এবং দামাদ জি এই সিরিজ গুলি বললেই আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। হ্যাঁ আজকের শেষ যাকে নিয়ে কথা বলবো তার নাম রাজশী ভার্মা। রাজসি ভার্মা হলেন আরেক জনপ্রিয় তারকা যিনি প্রায়শই উল্লু অ্যাপের ওয়েব সিরিজে অভিনয় করেন। চরমসুখ :মম ও ডটার, দামাদজি সিরিজে রাজশীর অভিনয় ভোলার মতো নয়।