EntertainmentVideoViral Video

Smart Didi Nandini : বাবার বয়সী বৃদ্ধকে সাপটে চড় স্মার্ট দিদি নন্দিনীর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

বাবার বয়সী এক বৃদ্ধকে চড় মেরে সংবাদের শিরোনামে নন্দিনী দিদি। আজকালকার যুগে মেয়েরা আর ছেলেদের থেকে পিছিয়ে নেই। তারা যেমন ঘর সামলায়, তেমনই আবার বাইরেটাও সামলে চলেছেন সমানতালে। স্কুল-কলেজ, অফিস-আদালত, চাকরি কিংবা ব্যবসা সবেতেই তারা সেরা। আগেকার দিনে মেয়ে মানেই ঘোমটা টেনে চার দেওয়ালের মাঝে বন্দি একটা জীবন। কিন্তু এখন আর তা নয়। তারা এখন স্বাধীন। এমনকি ছেলেদের মতো তারাও বাবা-মায়ের কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালাতে প্রস্তুত।

আর তেমনই একটি নাম হল নন্দিনী গাঙ্গুলি। যদিও তার ভালো নাম মমতা (Mamata Ganguly)। সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন ভাইরাল। বর্তমানে তাকে ভাইরাল দিদি বলেই সকলে চিনছেন। বাঙালিদের সবকিছুর সঙ্গে খুবই ওতোপ্রোত ভাবে জড়িয়ে আছে খাওয়া-দাওয়া। ইন্ডিয়ান হোক বা চাইনিজ, ঝালমুড়ি হোক বা তেলেভাজা, নিরামিষ হোক বা মাটন সব খাবারের স্বাদই কিন্তু চেটেপুটে নিতে একেবারে ওস্তাদ বাঙালি।

আর তেমনই একটি খাবারের দোকান সামলায় সুন্দরী নন্দিনী (Nandini Ganguly)। তার হাতের রান্না যেন একেবারে অমৃত। অল্প দামে তার দোকানের ভেজ, চিকেন, মাটন থালি খাওয়ার জন্য প্রতিদিন ভিড় জমায় সারি সারি মানুষ। মূলত ব্যস্ত অফিসপাড়ায় তিনিই সকলের অন্নপূর্ণা হয়ে খাবারের যোগান দেন। স্মার্ট দিদি নন্দিনীর পরণে থাকে কালো রঙের টি-শার্ট ও জিন্স। ডালহৌসিতে তার পাইস হোটেলের কথা এখন ৮-৮০ সকলের কাছেই জানা। তবে, হঠাৎ করে তিনি কেন সংবাদের পাতায় তাই ভাবছেন নিশ্চই?

সকলেই জানেন নিশ্চই নন্দিনী দিদির দোকানে প্রায়সময়ই কোনো না কোনো ব্লগার আসেন ব্লগ বানাতে। তেমনই ‛ল্যাদখোর ফুডি’ নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, নন্দিনী ও তার বাবার সঙ্গে এক বৃদ্ধর হাতাহাতি হচ্ছে। নন্দিনীর বক্তব্য এই বৃদ্ধ রোজ এখানে দাঁড়িয়ে থাকে। তার সঙ্গে আরও একজন থাকে। আর এই বৃদ্ধ নাকি রোজ তাকে অর্থাৎ নন্দিনীকে উত্যক্ত করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পিঠে চিমটি কাটে।

এমনকি অশ্লীল স্পর্শ করে। আর এই ঘটনায় রেগে যান নন্দিনী। তার কথা তিনি কারোর পাবলিক পপার্টি নয়। এই গোটা ঘটনার সমর্থন করেছেন ওই চ্যানেলটি। তবে, অনেকেই আবার দাবি করেছেন এটা সিমপ্যাথি আদায়ের চেষ্টা। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ঘটনাটি।