Entertainment

নির্লজ্জের সীমা ছাড়িয়ে বৌমার সঙ্গে বিছানায় শ্বশুর, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

Ullu Web Series: উল্লু অ্যাপ এবং তাদের ওয়েব সিরিজ এখন মার্কেট কাঁপাচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সীদের কার্যত হট ফেভারিট এই ওয়েব সিরিজ গুলি। যদিও শুধু উল্লু নয় বরং একাধিক ওয়েব প্লাটফর্ম এখন সামনে এসেছে। তবে তাদের মধ্যে বিচার করলে অবশ্যই এগিয়ে উল্লু ওয়েব সিরিজ। ‘চরমসুখ’ ও ‘পালং তোড’ পর্বের সিরিজ গুলি কার্যত সব দিক থেকে উষ্ণতায় মাখা। উল্লুর (Ullu) এখনো পর্যন্ত রিলিজ হওয়া দর্শকদের সবথেকে পছন্দের সিরিজ এই দুটি লাইনের থেকেই এসেছে।

তবে আজ চরমসুখ নয় বরং পালং তোড় সিরিজ নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে সেই বিশেষ ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের আজ জানানো যাক।

Web series Name: সিসকিয়ান: সিজন ২ পালং তোড’ (Siskiyan Season 2:Palang Tod)।

Streaming App: Ullu

Web Series Cast : নূর মালবিকা (Noor Malabika) মতো অভিনেত্রীকে দেখা গেছে।

Story: পুরোনো সিরিজের থেকেই গল্প শুরু করা হবে। যেখানে দেখা যাবে এক ছেলে তার বৃদ্ধ বাবার জন্য একজন স্পেশাল কেয়ারটেকার ম্যারিকে নিয়ে এসেছে বাড়িতে। অন্যদিকে তার প্যারালাসইড শ্বশুর বৌমার সাথে আগেই শারীরিক সম্পর্কে ছিল। তবে এবার শশুর ম্যারিকে মনে মনে চাইতে থাকে। অন্য দিকে ম্যারি শ্বশুরকে জানিয়ে দেয় টাকার বিনিময়ে সে শারীরিক সম্পর্ক তৈরী করতে দেবে। শশুর শরীরের লালশায় টাকার বিনিময়েই দেদার লিপ্ত হয় ম্যারির সাথে। কিন্তু এবার বৌমা না ম্যারি কার সঙ্গ দেবে শশুরমশাই? তা যদিও আপনারা জানতে পারবেন সিসকিয়ান সিজন ২ ওয়েব সিরিজে।

Release Date: গত ২ই সেপ্টেম্বর ২০২২ সালে এই ওয়েব সিরিজ রিলিজ হয়েছে।

Number Of Episodes: দুটি এপিসোডের এই সিরিজ অবশ্যই দেখুন।

Web Series Language: হিন্দি সহ আরও ৬ টি ভাষায় রিলিজ করেছে এই সিরিজ।

Subscription : অবশ্যই আপনাকে টাকার বদলে সাবস্ক্রিপশন নিলে তবেই এই ওয়েব সিরিজ দেখতে পাবেন।