×
Entertainment

আচমকাই ডিভোর্সের কথা জানালেন নচিকেতা! গায়কের উক্তি ঘিরে তুমুল শোরগোল নেটদুনিয়ায়

বাংলার শিল্পীদের কথা বললে প্রথমেই আসে গায়ক নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) নাম। ৯০ দশকের এই গায়ক তার গানে কার্যত সবার মনে আগুন জেলে দিয়েছিলো। নচিকেতার গানে কার্যত জীবন মুখী হয়। যে কারণে ১৯৯৩ সালে প্রথম তার ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম দিয়ে শুরু হয় গানের জীবন। তারপরে বিভিন্ন বাংলা সিনেমাতে গায়ক ও সংগীত পরিচালক হিসাবে কাজ করেছেন।

আচমকাই ডিভোর্সের কথা জানালেন নচিকেতা! গায়কের উক্তি ঘিরে তুমুল শোরগোল নেটদুনিয়ায় -

কিছুদিন আগে অনুপম রায় থেকে শুরু করে আরও অনেকেই বিবাহ বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে সামনে এসেছেন। এবার সেই তালিকায় নতুন নাম নচিকেতা চক্রবর্তী। সোমবার হঠাৎ নিজের ফেসবুক পেজে ডিভোর্সের ঘোষণা করেন সংগীতশিল্পী। যা দেখে কার্যত সবাই অবাক হয়ে গেছেন।

আচমকাই ডিভোর্সের কথা জানালেন নচিকেতা! গায়কের উক্তি ঘিরে তুমুল শোরগোল নেটদুনিয়ায় -

কিন্তু কি কারণে ৫৭ বছর বয়সে ডিভোর্স-র সিদ্ধান্ত নিলেন তিনি জানেন? ফেসবুকে ডিভোর্স লেখা একটি ফটোর সাথে ক্যাপশনে লেখেন, “যাঃ অবশেষে ডিভোর্সটা হয়েই গেল”। এই ফটো ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই ডিভোর্স নচিকেতার নতুন গান যা মনে করছেন নেটিজেনরা।

আচমকাই ডিভোর্সের কথা জানালেন নচিকেতা! গায়কের উক্তি ঘিরে তুমুল শোরগোল নেটদুনিয়ায় -

কমেন্ট বক্সে আরও কমেন্ট এসেছে। কেউ আবার বলেছেন ‘বৃদ্ধাশ্রম’ গানের দ্বিতীয় ভার্সন এটা। সবাই সেই কমেন্ট বক্সে এখন থেকেই শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করে দিয়েছে। তবে কবে রিলিজ হবে সেই গান বর্তমানে অপেক্ষায় আছেন নচিকেতা অনুরাগী সকলে।

আচমকাই ডিভোর্সের কথা জানালেন নচিকেতা! গায়কের উক্তি ঘিরে তুমুল শোরগোল নেটদুনিয়ায় -