Badshah : মঞ্চের উপর গান গাইতে গাইতে মুখ থুবড়ে চিটপটাং বাদশা! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এখন প্রতিনিয়ত হাঁকডাক সেলিব্রিটিদের ছবি ও ভিডিও নিয়ে। ভিডিও গুলিতে পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় তীব্র বিতর্ক। এমন কি কোনো সময়ে সেলিব্রিটিদের মুখের আদলে মিলছে এমন ভিডিও নিয়েও শুরু হয়ে যায় চর্চা।
একবারও করা হয় না যাচাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বলিউডের স্বনামধন্য গায়ক বাদশার (Badshah) একটি কনসার্টের ভিডিও। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। ভিডিওটি দেখে বাদশা কে নিয়ে জল্পনাও চলছে তুমুল। কী রয়েছে ভিডিওতে?
Be Careful Badshah Bhai…@Its_Badshah #becareful #fhmpakistan pic.twitter.com/0Uw2mgs1Le
— FHM Pakistan (@pakistan_fhm) July 17, 2023
আসলে ভিডিওটি দেশের নয় বিদেশের কোনো কনসার্টে। যেখান বাদশা পারফরম্যান্স করতে গিয়েছিলেন। বলিউডের জনপ্রিয় গায়কের তালিকায় বাদশার নামটা উঁচুর দিকেই থাকে। অল্প কয়েক দিনেই একাধিক হিট দিয়ে বলিউডে প্রায় পাকাপোক্ত জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। যাই হোক, ভিডিওতে দেখা যাচ্ছে কনসার্টে কালো প্যান্ট-শার্ট পরে হাতে মাইক নিয়ে একেবারে দারুণ মেজাজে ভক্তদের সামনে এসে দাঁড়ালেন তিনি। আর তখনই ঘটে যায় বিপত্তি। মঞ্চের পাশে কোন একটি গর্তে তিনি পড়ে যান এবং মারাত্মক আহত হন।
Thats not me, but whoever that is i hope he is safe 🙏 https://t.co/27nVDwjIFW
— BADSHAH (@Its_Badshah) July 17, 2023
ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা দাবি তোলেন উনি বাদশাই। কিন্তু সত্যি কি তাই? না একেবারেই নয়। ভক্তদের ভুল ধারণা আজই একটি টুইটার পোস্টের মাধ্যমে পরিষ্কার করলেন গায়ক নিজেই। জানালেন, তিনি ওই ব্যক্তি নন। মঞ্চে পারফরম্যান্স করছে অন্য কেউ। তাই ভক্তদের ঘাবড়ানোর কিছুই নেই। তিনি একেবারে ফিট রয়েছেন এবং তার হাতে পায়ে কিছুই হয়নি তবে তার একটাই চিন্তা ওই ভাইরাল ভিডিওর গায়ক ঠিক আছে কিনা? সঙ্গে ভক্তদের চিন্তা করতে না করলেন গায়ক। এই পোস্টটি দেখে শান্তির নিশ্বাস নিলেন ভক্তরা।