EntertainmentVideoViral Video

স্টেজ শোয়ের মাঝে ২ বছরের শিশুকে অরিজিতের দিকে ঠেলে দেবার চেষ্টা, দেখে যা করলেন গায়ক… ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

ফের একবার দর্শকদের পাগলামোর মুখে অরিজিৎ (Arijit Singh)! কিন্তু এবারেও শান্তভাবে দিলেন জবাব। বরাবরই তার গানের পাশাপাশি তার সহজ সরল ব্যবহার মনজয় করেছে ভক্তদের। আর তাইতো কোনো আড়ম্বর ছাড়াই তিনি মিশে যান সবার মাঝে। কিন্তু তার এই সরলতাই তাকে যেন বারবার অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলছে। এর আগেও ঔরঙ্গাবাদের শোতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অরিজিৎ। কিন্তু তারপরেও ভক্তদের প্রতি শ্রদ্ধা রেখে চালিয়ে নিয়ে গেছেন অনুষ্ঠান।

স্টেজ শোয়ের মাঝে ২ বছরের শিশুকে অরিজিতের দিকে ঠেলে দেবার চেষ্টা, দেখে যা করলেন গায়ক... ভাইরাল ভিডিও

আর এবারেও একবার লাইভ শোয়ের মঞ্চ থেকে ভক্তদের পাগলামোর মুখে পড়লেন গায়ক। তাও আবার সেই ঔরঙ্গাবাদেই। আর সেই ভিডিওই ভাইরাল নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে, একজন তার দুবছরের মেয়েকে বারবার স্টেজের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি কোনোভাবেই অরিজিতের নজর এড়ায়না। তৎক্ষণাৎই গায়ক গান থামিয়ে ওই ভক্তকে সরাসরি প্রশ্ন করেন যে, কেন তুমি ওকে ওভাবে তুলছ? উত্তর দাও আমায়। ও কিন্তু ওখানেই খুশি। ও এখানে আসতে চায়না। তুমি আসতে চাও।

স্টেজ শোয়ের মাঝে ২ বছরের শিশুকে অরিজিতের দিকে ঠেলে দেবার চেষ্টা, দেখে যা করলেন গায়ক... ভাইরাল ভিডিও

আর তারপরই ওই ভক্তকে নিজের মাথার দিকে দেখিয়ে বুদ্ধি দিয়ে কাজ করার পরামর্শ দেন। আসলে এত ভিড়ের মাঝে ওই বাচ্চাটি যেন কোনোভাবেই চোট না পায় সেকথা মাথায় রেখেই অরিজিৎ ওই ভক্তকে সাবধান করেছেন। তাও আবার খুব নম্র ভাবে। অরিজিতের এই ব্যবহারে আরও একবার মুগ্ধ নেটিজেনরা। সকলেই তাকে এমনই সহজ সরল থাকার পরামর্শ দেন। বাংলা ও হিন্দি গানের জগতের এক উজ্জ্বলতর নক্ষত্র অরিজিৎ সিং (Arijit Singh)।

২০০৫ সালে ‘ফেম গুরুকুল‘-এর একজন ব্যর্থ প্রতিযোগী থেকে হয়ে ওঠেন সঙ্গীত জগতের অন্যতম সেরা শিল্পী। তবে, এই পথটা মোটেই সহজ ছিল না। তারজন্য পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই পথ। ‘আশিকি টু’ সিনেমার মাধ্যমে প্রথম ব্রেক পান। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একেরপর এক গান দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। বর্তমানে দেশের অন্যতম সেরা গায়কদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং (Arijit Singh)।

এত বড় গায়ক হওয়া সত্ত্বেও তিনি একেবারেই সাদামাটা ভাবে জীবন কাটান। আর তাইতো কখনও স্কুটি নিয়ে আবার কখনও খালি পায়ে গ্রামের রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাঁকে। তার গানের ভক্তসংখ্যা অজস্র। রেকডিংয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় গানের শো করেন অরিজিৎ (Arijit Singh)। আর সবকিছুই ভক্তদের ভালোবাসার খাতিরে। আর তেমনই ঔরঙ্গাবাদে শো করতে গিয়েছিলেন গায়ক। আর সেখানেই এমন ঘটনার মুখোমুখি হয়েছেন অরিজিৎ।