×
Entertainment

‘সারেগামাপা লিটল চ্যাম্প’-এর মঞ্চে সেরার সেরা হলেন সিকিমের জেটশেন, ট্রফির সাথে পেলেন ১০ লাখ টাকার পুরস্কার

গত রবিবার জি টিভির বিখ্যাত রিয়ালিটি শো ‘সারেগামাপা লিটল চ্যাম্প সিজন ৯’ এর গ্রান্ড ফিনালে টেলিকাস্ট হয়ে গেল। মাত্র ৯ বছর বয়সী সিকিমের জেটশেন দোহনা লামা ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার প্রাইজমানি বাড়ি নিয়ে ফিরেছে। প্রথম থেকে জেটশন যদিও ব্যাকফুটে ছিলেন বলা যায়। তবে শেষের দিকে তিনি হয়ে উঠেছিলেন শোয়ের কেন্দ্রবিন্দু।

'সারেগামাপা লিটল চ্যাম্প'-এর মঞ্চে সেরার সেরা হলেন সিকিমের জেটশেন, ট্রফির সাথে পেলেন ১০ লাখ টাকার পুরস্কার -

ফাইনালে জেটশনের সাথে ছিল থানের জ্ঞানেশ্বরী গাদগে যিনি দ্বিতীয় রানার আপ হয়। অন্যদিকে জলন্ধরের হর্ষ সিকান্দার পায় প্রথম রানার আপের তকমা। এই দুজনকে হারিয়েই সেরার সেরা হয় মাত্র নয় বছরের ক্ষুদে। তিন বছর বয়স থেকে গান শিখছে এই ক্ষুদে যে গায়িকা সুনিধি চৌহানের সবথেকে বড়ো ফ্যান।

'সারেগামাপা লিটল চ্যাম্প'-এর মঞ্চে সেরার সেরা হলেন সিকিমের জেটশেন, ট্রফির সাথে পেলেন ১০ লাখ টাকার পুরস্কার -

তার সাথে গান গাইতে চাওয়ার ইচ্ছাও জাহির করেছেন জেটশন। তবে ১০ লক্ষ টাকা দিয়ে সে কি করবে সেই প্রশ্নে যদিও বলেছেন -‘একটি সুন্দর সারমেয় ছানা ও বাড়িতে সুইমিং পুল বানাতে চাই’। তবে তার সাথেই সে জানিয়েছে গানের সাথেই পড়াশুনা শেষ করতে চায় জেটশন।

'সারেগামাপা লিটল চ্যাম্প'-এর মঞ্চে সেরার সেরা হলেন সিকিমের জেটশেন, ট্রফির সাথে পেলেন ১০ লাখ টাকার পুরস্কার -

বিচারকের আসনে ছিলেন গায়ক শঙ্কর মহাদেবন, নীতি মোহন এবং সঙ্গীত সুরকার অনু মালিক। শোয়ের মাঝেই শঙ্কর মহাদেবন তাকে ‘মিনি সুনিধি চৌহান’ আখ্যা দিয়েছিলেন। তবে এই বয়সেই কার্যত স্বপ্ন পূরণ হয়েছে ছোট জেটশনের। এর পরে তার ভবিষৎ কেমন হয় এখন অবশ্য সেদিকেই নজর থাকবে সব মানুষের।

'সারেগামাপা লিটল চ্যাম্প'-এর মঞ্চে সেরার সেরা হলেন সিকিমের জেটশেন, ট্রফির সাথে পেলেন ১০ লাখ টাকার পুরস্কার -