×
Entertainment

Aindrila Sharma: নতুন বছরের শুরতেই ছিল ঐন্দ্রিলা ও সব্যসাচীর বিয়ের পরিকল্পনা! নীরবতা ভাঙলেন অভিনেত্রীর মা

২০২৩ র ফেব্রুয়ারিতে সাতপাকে ঘোরার কথা ছিল ঐন্দ্রিলা-সব্যসাচীর (Aindrila-Sabyasachi)। প্রাথমিক কথাও সারা হয়েগিয়েছিল। জানালেন ঐন্দ্রিলার মা। দেখতে দেখতে আজ ৯ টা দিন পার হয়ে গিয়েছে। ঐন্দ্রিলা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু এখনও তার স্মৃতি টাটকা সকলের মনে। খাঁ খাঁ করছে তার কুদঘাটের বাড়ি। ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়েই দিন কাটছে তার বাবা মায়ের। ছোট মেয়ের মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি শর্মা পরিবার।

Aindrila Sharma: নতুন বছরের শুরতেই ছিল ঐন্দ্রিলা ও সব্যসাচীর বিয়ের পরিকল্পনা! নীরবতা ভাঙলেন অভিনেত্রীর মা -

আর পারবেনই বা কি করে হাসিখুশি, ছটফটে মেয়েটার অকালে চলে যাওয়া কারোর পক্ষেই মানা সম্ভব নয়। মঙ্গলবার ঐন্দ্রিলার শহর বহরমপুরে তার স্মৃতিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এখনও মেয়ের প্রসঙ্গ উঠলেই কেঁদে ফেলছেন তার মা। আর বাবাও রীতিমতো শোকে আচ্ছন্ন। এরই মাঝে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঐন্দ্রিলার বাবা জানান যে, ‛আমরা একে অপরকে সামলানোর চেষ্টা করছি’।

Aindrila Sharma: নতুন বছরের শুরতেই ছিল ঐন্দ্রিলা ও সব্যসাচীর বিয়ের পরিকল্পনা! নীরবতা ভাঙলেন অভিনেত্রীর মা -

পাশাপশি আরও বলেছেন যে, ‛আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে সব্যসাচী-ঐন্দ্রিলার বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এই ব্যাপারে ফোনে সব্যসাচীর বাবার সঙ্গেও কথা হয়েছিল। এমনকি পাকা দেখার জন্য শীঘ্রই ঐন্দ্রিলার বাড়িতে আসার কথা ছিল’। কিন্তু এসব কিছুই অতীতের পাতায়।
এই বিষয়ে ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানান যে, ‛কত্ত কিছুই তো পরিকল্পনা ছিল। সব্য আর আমার মিষ্টি হরিহর আত্মা। সবাই বলে চলেছে ঐন্দ্রিলা ছিল। এর মধ্যেই সব অতীত হয়ে গেল’।

এমনকি তিনি আরও জানান যে, ‛ঐন্দ্রিলা ছিল আমার পরিবারের মেরুদন্ড’। কিন্তু আজ সেই মেরুদন্ডকে ছাড়াই জীবন কাটাতে হচ্ছে তার পরিবারকে। ২০১৫ সালে প্রথম ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। তার অস্থিমজ্জায় ক্যান্সার ধরা পরে। এরপর কেমোথেরাপি চলার পর ২০১৬ সালে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তারপর ৫ বছর পর ২০২১ সালে আবারও আক্রান্ত হয়েছিলেন মারণ রোগ ক্যান্সারে। অবশেষে আবারও কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে সুস্থও হয়েছিলেন। ফিরে এসেছিলেন স্বাভাবিক জীবনে। কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন।

Aindrila Sharma: নতুন বছরের শুরতেই ছিল ঐন্দ্রিলা ও সব্যসাচীর বিয়ের পরিকল্পনা! নীরবতা ভাঙলেন অভিনেত্রীর মা -

১ নভেম্বর ব্রেন স্টোকে আক্রান্ত হন অভিনেত্রী। কোমায় চলে যান। তারপর থেকে তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কমবেশি ভালো-মন্দ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল অভিনেত্রীর শারীরিক অবস্থা। তবে, তারপরেও কার্যত মিরাকেল ঘটিয়ে চিকিৎসায় সাড়া দিয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু শনিবার অভিনেত্রীর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়।

Aindrila Sharma: নতুন বছরের শুরতেই ছিল ঐন্দ্রিলা ও সব্যসাচীর বিয়ের পরিকল্পনা! নীরবতা ভাঙলেন অভিনেত্রীর মা -

কমপক্ষে দশবার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। আর সেই নিয়ে উদ্বেগ কাটতে না কাটতেই ২০ নভেম্বর ১২ টা ৫৯ মিনিট নাগাদ মৃত্যু হয় অভিনেত্রীর।