×
Entertainment

মনোহরায় খুশির মরশুম, সিদ্ধার্থ বাড়ি ফিরতেই নাচে-গানে মেতে উঠলো সবাই, ‘মিঠাই’-এর নতুন এপিসোড দেখে মুগ্ধ ভক্তরা

ফের পুরোনো ছন্দে মোদক পরিবার। জন্মাষ্টমীতে হই হুল্লোড়ে মাতলো হল্লা পার্টি। জীবন-মৃত্যুর লড়াই সহ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরেছে। ওমি আগরওয়ালের মৃত্যুর জন্য গ্রেফতার করা হয়েছিল সিডকে। জামিন পাওয়া প্রায় অসম্ভব ছিল। যদিও মিঠাই রানী একেবারেই হাল ছাড়েননি। রাতভোর গোপালের পুজোর আয়োজন সেরে অবশেষে গোপালকে নিয়েই হাজির হয় কোর্ট রুমে।

এরপর দুই পক্ষের আইনজীবীদের মধ্যে নিজেদের বক্তব্য নিয়ে চলতে থাকে লড়াই। যদিও এসব কিছুই না বাজিমাত করে রাতুলের ফোনে রেকর্ড হওয়া ভিডিও। যেখানে ওমি ও সিডকে হাতাহাতি করতে দেখা যায়। আর এই ভিডিও দেখেই জামিন পায় সিড। এই ভিডিওর সত্যতা যাচাইয়ের নির্দেশ দেয় কোর্ট। আর এই ভিডিও দেখেই বেল পায় সিড। তাকে নিয়ে বাড়ি ফেলে সকলে। ওদিকে আবার ছেলের মঙ্গল কামনায় আরতি করতে বলে সুষমা।

এমনকি সিড বাড়ি ফিরলে একজন মায়ের যা কর্তব্য সেই মতোন ছেলেকে বরণ করে ঘরেও তোলে অনুরাধা। সিডও মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। আর তারপরই সকলে মেতে ওঠে জন্মাষ্টমীর আনন্দে। নাচে, গানে জমে ওঠে সিরিয়ালের পর্ব। এবার দেখার পালা আগামী দিনে সিড নির্দোষ প্রমান হয়ে বাড়ি ফেরে নাকি?