ওমিকে খুনের অপরাধে গ্রেফতার সিদ্ধার্থ, চিন্তায় ভেঙে পড়ে মিঠাই, নতুন এপিসোড দেখে তুমুল উত্তেজনা দর্শকমহলে

ওমির খুনের দায়ে গ্রেফতার সিড! কিভাবে তাকে নির্দোষ প্রমান করবে মিঠাই রানী? টানটান উত্তেজনা ‛মিঠাই’ (Mithai) ধারাবাহিকে। দিন কয়েক ধরেই বেশ উত্তেজনা চলছিল মনোহরাতে। ওমির চক্রান্তের স্বীকার হয়েছিল সকলেই। লুকিয়ে রাখা বোমা উদ্ধার করতে পারছিলেন না কেউই। যদিও অবশেষে খুঁজে পাওয়া যায় বিস্ফোরক। শুধু তাই নয় গোপালের ইচ্ছেতে সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করাও সম্ভব হয়।
তবে, এটি শেষ হতে না হতেও অন্য বিপদ হাজির হয়ে দাঁড়ায়। বোমা নিষ্ক্রিয় করা গেলেও ওমিকে ধরা সম্ভব হয়না। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ওমি। আর একথা জানতে পেরেই তাকে খুঁজতে বেরোয় সিড। এমনকি মাঝরাস্তায় তাকে ধরেও ফেলে। আর শুরু হয় হাতাহাতি। আর তখনই আচমকা গুলিবিদ্ধ হয়ে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে ওমি। মৃত্যু হয় তার। কিন্তু কিভাবে গুলি চললো আর কিভাবেই বা ওমি মারা গেল তা কিছুই বুঝে উঠতে পারছে না সিড।
যদিও তার হাতেই ছিল ওমির বন্দুক। আর তাইতো সবকিছু না ভেবে চিন্তে নিজেকেই ওমির মৃত্যুর জন্য দায়ী করে। একপ্রকার মানসিক ভাবে ভেঙে পরে। এই পরিস্থিতিতে পিঙ্কি এসেও তার দাদার এই কৃতকর্মের জন্য কাঁদতে থাকে। আর এই সবকিছু দেখে সিড আরও বেশি করেই নিজেকে অপরাধী ভাবছে। চোখ বুজলেই সে ওমির গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য দেখতে পাচ্ছে। আর তাতে আরও যেন বেশি করে ভয়ে সিটিয়ে রয়েছে।
এই পরিস্থিতিতে তাকে সান্ত্বনা দেয় মিঠাই রানী। বরংবার সিডকে বোঝানোর চেষ্টা কী যে সে কোনো অন্যায় করেনি। গোপাল এতোটাও নিষ্ঠুর হতে পারেনা বলেই মিঠাইয়ের বিশ্বাস। যদিও কিভাবে গুলি চললো আর কেই বা গুলি চালালো তা একেবারেই স্পষ্ট নয়। তবে এরপরই আসে সেই মুহূর্ত। মনোহরাতে আসে পুলিশ। সিডের বিরুদ্ধে ওমিকে খুনের অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে বলে জানায় স্পেশাল অফিসার সুদীপ্ত রায়।
পুলিশের মুখে এই কথা শুনে ভেঙে পরে সকলেই। এমনকি মিঠাই রানি আপ্রাণ চেষ্টা করতে থাকে নিজের স্বামীকে বাঁচানোর। কিন্তু আদেও শেষমেশ সিডকে বাঁচাতে পারবে নাকি মিঠাই সেটাই এখন দেখার।