Entertainment

Mithai: মিঠাইয়ের ভালোবাসায় কাবু উচ্ছেবাবু! স্ত্রীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে স্বামী সিদ্ধানন্দ, এই দৃশ্য দেখে জ্বলছে টেস বুড়ি

প্রতিদিন যেন ‘মিঠাই’ (Mithai)ধারাবাহিক এক অন্য মাত্রা নিয়ে নিচ্ছে দর্শকের মনে। টিআরপি রেটিংসে উপরেই থাকে এই ধারাবাহিক। অনেকদিন পর মিঠাই ও তার বর উচ্ছে বাবুর মধ্যে প্রেম দেখা যাচ্ছে কয়েকদিন। সেই কারনেই তার বর তার জন্ম খাবার বানিয়ে খাওয়াচ্ছে এরম প্রমো সবার সামনে আসলো।

স্বামী সিদ্ধানন্দ মিঠাইয়ের জন্য নিজের হাতে নুডলস বানিয়েছে। মিঠাই তার বরের জন্মদিন উপলক্ষে নিজের রূপ পুরো বদলে ফেলেছিলো। যা দেখে সিদ্ধার্থ নিজে চমকে গেছিলো। তারপরেই মিঠাই রাতে কিছু খায়নি দেখে সকালবেলা তার জন্য নিজে হাতে নুডলস তৈরি করে।

প্রোমোতে দেখা যাচ্ছে সিদ্ধার্থ মিঠাইয়ের সামনে এসে বলছে -‘তোমার মতো ওতো ভালো রান্না করতে না পারলেও যতটা সম্ভব আমি করেছি’। এই কথা শুনে মিঠাই খুব লজ্জা পেয়েছে। রুমে ঢুকে এই দৃশ্য দেখে জ্বলছে টেস বুড়ি।

প্রতি সপ্তাহেই প্রথম দিকে থাকে মিঠাই এর রেটিংস। দর্শকের খুব পছন্দের এটি। কয়েকশো এপিসোড শেষ করে ফেলেছে ইতিমধ্যেই। সবাই তাদের ভালোবাসার পর্ব দেখতে খুবই উৎসাহী।

Related Articles

Back to top button