‘ওয়ান এন্ড অনলি’ প্রমিলা লাহার খেলা শেষ! কাউন্সিলরের সমস্ত কুকীর্তি ফাঁস করলো সিড-মিঠাই, খুশি দর্শকরা

অবশেষে ফাঁস হল প্রমিলা লাহার ষড়যন্ত্র। মোদক পরিবারের সকলে মিলে একজোট হয়েছে কাউন্সিলারের পর্দাফাঁস করতে। আর এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে সিডের আদরের বৌদিমনি টেস ওরফে তোর্সা। পেন ক্যামেরার সাহায্যে রেকর্ড করে প্রমিলা লাহার জবান ওমি আগরওয়ালের মৃত্যুর পর তার দাদা আদিত্য আগরওয়াল সব রকম ভাবে চেষ্টা করে মোদক পরিবারের ক্ষতি করার।
এমনকি সাহায্য নেয় কাউন্সিলর প্রমিলা লাহার। আর সেই মতোন প্রমিলা ম্যাম মনোহরা ভেঙে ফ্ল্যাট তৈরির প্রস্তাব রাখে মোদক পরিবারের কাছে। আর তাতে কেউ রাজি না হওয়ায় উল্টো চাল চলে। ওই কথায় যেমন বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বেকাতে হয় তেমন আরকি। কলের মিস্ত্রি লাগিয়ে বাড়ির দেওয়ালে সোনার বাট রেখে বাড়িছাড়া করে মোদক পরিবারকে। অবশেষে সবাই মিলে আশ্রয় নেয় ভাড়া বাড়িতে। কিন্তু এত সহজে মুখ বুজে সবটা হজম করার পাত্রী নয় মিঠাই রানী।
আর তাইতো দলবল নিয়ে লেগে পড়ে প্রমান উদ্ধারের কাজে। আর এই প্রথম তাদের এই প্রজেক্টে সাহায্যের হাত বাড়ায় তোর্সা। এরপর প্রমিলা লাহার সংবর্ধনী মঞ্চেই তার পর্দা ফাঁস হয়। শো পরিচালনার দায়িত্ব নেয় তোর্সা। ওদিকে আগে থেকেই নিজের কথার ভাঁজে প্রমিলা লাহার বিশ্বস্ত লোক হয়ে ওঠে তোর্সা। এরপর প্রথমেই মঞ্চে ডাকে দাদাইকে। কিন্তু কিছু কথা বলার আগেই প্রমিলা লাহার লোকজন মঞ্চ থেকে নামিয়ে দেয় তাকে।
View this post on Instagram
আর এরপরই মোক্ষম চাল দেয় মিঠাই। মঞ্চে এসে প্রমিলা লাহার নামে মিষ্টি মিষ্টি কথা বলে। আর তারপরই তাদের সঙ্গে হওয়া ঘটনা তুলে ধরে সকলের সামনে। তারপরই রীতিমতো হুলুস্থুলু কান্ড বেঁধে যায়। এরপরই রাতুল বড় স্ক্রিনে একটি ভিডিও ক্লিপ চালায়। আর সেখানেই উঠে আসে প্রমিলা লাহার নিজের মুখের স্বীকারোক্তি। তিনি নিজেই বলেন যে, তারই চক্রান্তে মোদকদের বাড়িতে সোনা রাখা হয়েছিল। পরে তার চাপেই কন্সট্রাকশনের মালিক নিজের কাঁধে সব দোষ নেই।
View this post on Instagram
ব্যাস! এরপরই পুলিশ গ্রেফতার করে প্রমিলা লাহা সহ তার সাঙ্গপাঙ্গদের। একেবারে নেচে গেয়ে টমেটো ছুঁড়ে প্রমিলা লাহাকে থানায় যাওয়ার রাস্তায় এগিয়ে দেয় হল্লা পার্টি। অবশেষে এক হয় সবাই। কিন্তু হঠাৎই এরই মাঝে প্রমিলা লাহার দলের লোক মিঠাইয়ের কপালে ইট ছুঁড়ে মারে। আহত হয় মিঠাই রানী। আগামী দিনে এটাই দেখার পালা অবশেষে কি শান্তি ফিরলো মনোহরায়? নাকি প্রমিলা অথবা আদিত্যর হাত ধরে আবারও মোদক পরিবারে আসতে চলেছে নতুন কোন বিপদ!