×
EntertainmentVideoViral Video

তোয়ালা পরা অবস্থায় ‘হট বম্ব’ সুভী শর্মাকে দেখে নিয়ন্ত্রণ হারালেন খেসারি লাল, ভাইরাল ভরপুর রোমান্সের ভিডিও

Bhojpuri Romance Video: ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) -র অনুরাগীরা সারা দেশে ছড়িয়ে আছে। অভিনয়ের পাশাপাশি তার গান ও মানুষ খুব পছন্দ করেছে। এবার ‘Chaapra Express’ সিনেমার একটি গান ভাইরাল হয়েছে। গানটি গেয়েছিলেন খেসারি লাল যাদব নিজে ও গায়িকা অন্তরা সিং। সিনেমায় খেসারির সাথে অভিনয় করেছিল হট অভিনেত্রী শুভি শর্মা (Shubhi Sharma)।

তোয়ালা পরা অবস্থায় ‘হট বম্ব' সুভী শর্মাকে দেখে নিয়ন্ত্রণ হারালেন খেসারি লাল, ভাইরাল ভরপুর রোমান্সের ভিডিও -

গানের নাম ‘Niman Chij Chikayeb’। গানের শুরুতেই একটি বন্ধ ঘরের মধ্যে দেখা গেল খেসারি ও শুভিকে। হলুদ শাড়ি ও ব্লাউজে দুর্দান্ত হট লাগছিলো নায়িকাকে। খেসারি শুরুতেই শুভির শরীর থেকে ব্লাউজ খোলার চেষ্টা করলো। যা দেখে ঘাম ঝরবে আপনাদের। বাথটবের মধ্যে শুয়ে স্নান করতেও দেখা গেল নায়িকাকে যেখানে এক টুকরো কাপড় নেই তার শরীরে। খেসারি ও শুভি চরম কামুকতায় ভেসেছে তা বলার অপেক্ষা রাখে না। খেসারি কে বেশ কয়েকবার শুভির শরীরে বিভিন্ন জায়গায় চুমু দিতেও দেখা গেছে।

‘Wave Music Bhojpuri’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৮৯ লাখের বেশি মানুষ দেখে নিয়েছেন। সাথেই হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে। সবাই কার্যত মহিমার ফিগার ও শরীরে হিল্লোল তোলা নাচের প্রশংসা করেছেন। খেসারি লাল যাদব ও শুভি শর্মার কেমিস্ট্রি রাতের ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের। সাথেই বাথটবের মধ্যে তার শরীরী হিল্লোল তোলা এক্সপ্রেশন সবার রাতের ঘুম উড়িয়েছে। তাড়াতাড়ি দেখে নিন রোমান্স মাখা এই ভিডিও।