‘আটার বস্তা’, শর্ট ড্রেস পরে ট্রেন্ডিং গানে রিল বানিয়ে নেটবাসীর কটাক্ষের মুখে অভিনেত্রী শুভশ্রী, রইল ভিডিও

‛একেকটা আটার বস্তা’! ট্রেন্ডিং গানে রিল ভিডিও বানিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী শুভশ্রী ও তার দিদি দেবশ্রী। বর্তমানে ‛Tum Tum’ গানটি যথেষ্ট ট্রেন্ডিংয়ে চলছে। সাধারণ মানুষই হোক বা সেলিব্রেটি সকলেই এই গানে রিল ভিডিও বানিয়ে তাক লাগাচ্ছেন। আর সেই তালিকায় এবার নাম লেখালেন টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী (Subhashree Ganguly)। সঙ্গে রয়েছে তার দিদি দেবশ্রী, ইউভান সহ আরও দুজন।
View this post on Instagram
২০১৭ সালে ভালোবেসে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বাগদান সারেন শুভশ্রী। তারপর ২০১৮ সালে তাদের বিয়ে হয়। বিয়ের বছর দুয়েকের মাথায় ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের কোল আলো করে আসে ছোট্ট ইউভান। বর্তমানে স্বামী, সন্তান, সংসার নিয়ে বেশ ভালোই দিন কাটছে অভিনেত্রীর। এমনকি ভিন্ন ধারার ছবি করে কুড়োচ্ছেন প্রশংসাও। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এক্টিভ শুভশ্রী মাঝে মধ্যেই ধরা দেন হট লুকে।
View this post on Instagram
মা হওয়ার পরও তার এই চাবুক ফিগার রীতিমতো পুরুষদের রাতের ঘুম কেড়ে নেয়। তবে, এবার ভিডিও শেয়ার করে প্রশংসার পাশাপাশি নেটিজেনদের একাধিক কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে যে, ঘরের মধ্যেই নাচে মেতেছেন সকলে। শুভশ্রী, দেবশ্রী দুজনেই ‛Tum Tum’-র হুক স্টেপে পা মেলাচ্ছেন। আর ইউভান তাদের নাচ দেখে নিজের মতো নেচে চলেছে।
View this post on Instagram
শুভশ্রী-দেবশ্রীর পিছনেই রয়েছেন আরও দুজন মহিলা। খুব সম্ভবত তারা অভিনেত্রীর বাড়ির পরিচারিকা। তারাও নিজেদের মতোন করে নেচে চলেছেন। শুভশ্রীর পরণে হট প্যান্ট ও টপ আর ওদিকে দেবশ্রীর পরণে রয়েছে সাদা-কালো চেক শর্ট ড্রেস। ভিডিও শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛হোপিং অন দা ট্রেন্ড উইথ দা ওয়াল্ড’। সঙ্গে একটি নাচের ইমোজি দিয়েছেন। তবে, এই ভিডিও প্রকাশ্যে আসামাত্রই অভিনেতা পরমব্রত লিখেছেন যে, ‛এইটা কারেক্ট আছে। ইউভান সেরা’। তবে, অনেক নেটিজন কটাক্ষের বন্যায় ভরিয়েছেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন ‛একেকটা আটার বস্তা’। আবার কেউ লিখেছেন ‛হাতি দুটো’। আবার কেউ লিখেছেন ‛এর চেয়ে আমার বোন ভালো নাচে’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল শুভশ্রীর এই নাচের ভিডিও।