শ্রেয়া ঘোষাল থেকে আশা ভোঁসলে, সম্পত্তির নিরিখে বলি অভিনেতাদের টেক্কা দেবে গায়িকারা

বলিউডের তারকাদের সম্পত্তির বিষয়ে মোটামুটি সবারই ধারণা আছে, কিন্তু বলিউডের সঙ্গীত শিল্পীদের সম্পত্তির বিষয়ে কোনো আইডিয়া আছে আপনাদের? একসময়ে বলিউডের গায়িকাদের পারিশ্রমিক ছিল খুবই কম। কারণ সব ফোকাস থাকতো শুধুমাত্র তারকাদের উপর। একবার কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের পারিশ্রমিক কম নিয়ে দারুণ বিতর্ক উঠেছিল।
তবে বিষয়টি পরে শুনেছিল প্রযোজক ও পরিচালকরা। তারপর থেকেই বেড়েছিল মহিলা সংগীত শিল্পীদের পারিশ্রমিক। যদিও এখন গায়করা নানারকম কনসার্ট করেই অনেক টাকা রোজগার করেন। আজকে তেমনই কয়েকজন ধনী মহিলা সঙ্গীত শিল্পীদের সম্পত্তির পরিমাণ জানাতে চলেছি। যে তালিকায় আছেন, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, সুনিধি চৌহান, পলক মুছল, তুলসী কুমার।
Shreya Ghoshal : সঙ্গীতের ইতিহাসে শ্রেয়া ঘোষালের অবদান ভোলার নয়। তিনি একেকটি গান পিছু ২৫-২৭ লাখ টাকা চার্জ করেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮৫ কোটি টাকা।
Sunidhi Chauhan : শ্রেয়ার পরেই নাম আসে সুনিধি চৌহানের। মাত্র ১৩ বছর বয়স থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা। তিনি বলিউডের অন্যান্য চাওয়া-পাওয়া গায়িকাদের মধ্যে অন্যতম। তিনি একেকটি গান পিছু ১২-১৫ লাখ টাকা চার্জ করেন। তাঁর সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা।
Neha Kakkar : নতুন যুগের গায়িকাদের মধ্যে নেহা কক্কর অন্যতম। তিনি সবার কাছে রিমেক কুইন হিসেবেই স্বীকৃত। তিনি গান পিছু চার্জ করেন ১০-১৫ লাখ টাকা। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৭ কোটি।
Asha Bhosle : দেশের শীর্ষমানের গায়িকাদের মধ্যে প্রথমেই নাম আসে আশা ভোঁসলের। এত দশক পরেও তাঁর সঙ্গীতকে রীতিমতো থেরাপি হিসেবে বিবেচনা করা হয়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮০ কোটি টাকা।
Alka Yagnik : ৯০ দশকের অন্যতম সেরা গায়িকা অলকা ইয়াগনিক। তাঁকে ভারতের অন্যতম বহুমুখী গায়িকা হিসেবেও বিবেচনা করা হয়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা।
Palak Muchhal : নতুন প্রজন্মের অন্যতম সেরা গায়িকা হলেন পলক মুছল। তাঁর ব্যক্তিত্ব দেখে সবাই মুগ্ধ। তিনি গান পিছু ৩-৪ লাখ টাকা চার্জ করেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকা।
Tulsi Kumar : টি-সিরিজের প্রতিষ্ঠাতা, গুলশান কুমারের মেয়ে তুলসী কুমার বর্তমান প্রজন্মের অন্যতম সেরা গায়িকা। তিনি গান পিছু চার্জ করেন ৮ থেকে ১০ লাখ টাকা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকা।