EntertainmentVideoViral Video

মাত্র ১৪ বছর বয়সে অসাধারণ গানে মঞ্চ মাতিয়েছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল, ভাইরাল পুরনো ভিডিও

Advertisement
Advertisements

মাত্র ১৪ বছর বয়সে রাজস্থানী লোকগান গেয়ে তাক লাগিয়েছিলেন তিনি। এককথায় তিনি রূপে লক্ষী, গুনে সরস্বতী। কার কথা বলছি বলুন তো? তিনি হল গানের জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ১৯৮৪ সালের ১২ মার্চ মুর্শিদাবাদের বহরমপুরের এক ব্রাক্ষন, বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। যদিও তার বেড়ে ওঠা রাজস্থানের কোটা শহরে।

মাত্র ১৪ বছর বয়সে অসাধারণ গানে মঞ্চ মাতিয়েছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল, ভাইরাল পুরনো ভিডিও

লতা মঙ্গেশকরের পর তাকেই ভারত তথা পৃথিবীর সরস্বতী কন্যা বলে মানা হয়। গানের প্রতি ভালোবাসা এরপর দূর্দান্ত কন্ঠ দিয়ে মন জয় করে নেন অগণিত মানুষের। খুব কম মানুষ আছেন যে তাঁর গানের প্রেমে পড়েননি। গানের প্রতি তার ভালোবাসাই আজ তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। মাত্র ১৪ বছর বয়সে তিনি ‛জি টিভি’-র রিয়েলিটি শোয়ের ‛সারেগামাপা’-তে অংশ নিয়েছিলেন। আর সেখানে তার গান শুনে সকলেই মুগ্ধ হয়।

মাত্র ১৪ বছর বয়সে অসাধারণ গানে মঞ্চ মাতিয়েছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল, ভাইরাল পুরনো ভিডিও

সেই সময় অতিথি হিসেবে হাজির ছিলেন ঊষা মঙ্গেশকর, শাবির কুমার। আর সঞ্চালনায় দায়িত্বে ছিলেন সোনু নিগম। সম্প্রতি সেই অনুষ্ঠানের সেমি ফাইনাল রাউন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে শ্রেয়াকে রাজস্থানী লোকগান গাইতে শোনা গিয়েছে। আর এই গানের পর সোনু তাকে প্রশ্ন করেন যে, ‛তোমার মাতৃভাষা বাংলা, তুমি রাজস্থানী গান কেন গাইছো? যার উত্তরে শ্রেয়া বলেছিলেন ‛ভারতের সব ভাষাই আমার খুব পছন্দের’।

আর সেখান থেকেই শ্রেয়ার সঙ্গে পরিচয় হয় সঞ্জয় লীলা বনশালীর। এরপর ২০০২ সালে ‛দেবদাস’ সিনেমা থেকে তার কেরিয়ারের শুরু। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একেরপর এক গান গেয়ে তিনি অগণিত ভক্তদের মনজয় করে নিয়েছেন। আপনি শুনলে অবাক হবেন যে, এখনও পর্যন্ত বাংলা, হিন্দি সহ মোট ২০ টিরও বেশি ভাষায় ২৪০০ টিরও বেশি গান গেয়েছেন শ্রেয়া। সম্প্রতি তার আগের সেই গান ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।