×
EntertainmentVideoViral Video

এক প্যায়ার কা নাগমা হ্যায়, লতাজিকে সম্মান জানিয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাইলেন শ্রেয়া, ভাইরাল ভিডিও

লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) সম্মান জানিয়ে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও পেয়ারেলাল জির (Pyarelal Ramprasad Sharma) পারফরম্যান্সয়ে মন কাড়লো সবার। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর বহুদিন হল আমাদের ছেড়ে চলে গেছেন। তার মতো একজন প্রতিভাবান শিল্পীকে হারানো গোটা মিউজিক ইন্ডাস্ট্রির ক্ষতি। তার গানের স্রোতে ভাসেননি এমন মানুষ বোধহয় নেই। ১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন এই কোকিল কণ্ঠী।

এক প্যায়ার কা নাগমা হ্যায়, লতাজিকে সম্মান জানিয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাইলেন শ্রেয়া, ভাইরাল ভিডিও -

কেরিয়ারে শুরুতে প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। এরপর ১৯৪২ সালে মারাঠা ছবির জন্য প্রথম গান রেকর্ডিং করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। সাফল্য এসে ধরা দিয়েছে তাঁর হাতের মুঠোয়। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারেরও বেশি গান রেকর্ডিং করেছেন এই গায়িকা। এমনকি ১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ডিং করার জন্য ‘গিনিস বুক’ এ নামও তুলেছিলেন লতা মঙ্গেশকর।

৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে পরলোকে গমন করেন এই গায়িকা। দেখতে দেখতে একটা বছর কেটে গেল আমার তাকে হারিয়েছি। কিন্তু তিনি সারাজীবন তার গানের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন সকলের মনে। এবার তেমনই এক দৃশ্য উঠে এল ‛ইন্ডিয়ান আইডল’-র (Indian Idol 13) মঞ্চে। যেখানে দেখা যাচ্ছে যে, প্যায়ারেলাল জির গিটারের সুরে গান গাইছেন শ্রেয়া ঘোষাল। জনপ্রিয় সেই ‛এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি গাইছেন শ্রেয়া।

গান শেষে শ্রেয়া ‛ইন্ডিয়াল আইডল’-কে ধন্যবান জানিয়েছেন এমন একটি মঞ্চ তাকে উপহার দেওয়ার জন্য। এদিন লতাজির গানে ভরে উঠেছিল মঞ্চ। সবমিলিয়ে আরও একবার একটা পর্বের সাক্ষী থাকবেন দর্শকেরা।