×
EntertainmentVideoViral Video

স্বল্প পোশাকে সুপার হট লুকে সমুদ্রের ধারে উষ্ণতা ছড়ালেন ‘গাঁটছড়া-র’ দ্যুতি , দেখে ঘুম উড়েছে অনুগামীদের

বাংলা টেলিভিশন জগতে শ্রীমা ভট্টাচাৰ্য (Shreema Bhattacharya) উল্লেখযোগ্য এক নাম। পর পর কার্যত টেলিভিশন ও সিনেমায় অভিনয় করছেন তিনি। তার অনুরাগীর সংখ্যা বর্তমানে প্রচুর তা বলার অপেক্ষা রাখে না। ২০১৬ সালে ‘জামাই রাজা’ ধারাবাহিকে প্রথমবারের জন্য দেখা যায় তাঁকে। তারপরে এখনও ‘টেকো’ বা ‘মন খারাপের ওষুধ’ সিনেমায় অভিনয় করছেন শ্রীমা। এখন সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

বর্তমানে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। দিন কয়েক আগেই আন্দামান ঘুরতে গেছিলেন তিনি। আর সেখান থেকেই কার্যত একের পর এক ফটো ও ভিডিও পোস্ট করেছেন। এবার একটি ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। যেখানে ওয়েস্টার্ন পোশাকে সমুদ্রের ধারে অন্য মুডে পাওয়া গেল নায়িকাকে।

ফ্লোরাল মাল্টি কালারের ব্রালেটে, সাদা হট প্যান্ট ও সাদা রঙের শ্রুগ পরেছেন শ্রীমা। তার সাথেই খোলা চুল, সাদামাটা মেকআপ ও পিঙ্ক রঙের লিপস্টিকে দুর্দান্ত লাগছিলো তাঁকে। সাথেই এখনও পর্যন্ত ১ লক্ষ ৬০ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। নেটিজেনদের তরফ থেকে এসেছে দুর্দান্ত সব কমেন্ট।

কেউ লিখেছেন -‘জাস্ট অসাধারণ লাগছে’। দ্বিতীয় জন লিখেছেন -‘তুমিই আমার রাজলক্ষী, আর তুমিই আমার অভয়া’। নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই ভিডিও। আপনিও দেখুন মিষ্টি শ্রীমার এই ভিডিও আর কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না।