Shovan-Swastika : ভাঙনের মুখে সম্পর্ক! শোভনের জীবনে আগমন প্রাক্তনের, মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা

একজন তার গান দিয়ে ভরিয়ে রেখেছেন দর্শকদের, আর অন্যজন তার অভিনয় দক্ষতা দিয়ে মনজয় করে চলেছেন সকলেই। বলতে গেলে তারা হলেন টলিপাড়ার লাভ বার্ডস। কাদের কথা বলছি বলুন তো? একজন হলেন শোভন গাঙ্গুলি (Shovan Ganguly) আর অন্যজন হলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। দুজনেই (Shovan-Swastika) নিজেদের কেরিয়ারে বেশ সফল। দীর্ঘদিন ধরে তারা রয়েছেন প্রেমের সম্পর্কে। এককথায় তারা অনুরাগীদের পছন্দের একটি জুটি।
Shovan-Swastika Photos
View this post on Instagram
কিন্তু হঠাৎ করেই শোনা যাচ্ছে যে, তাদের সম্পর্কে নাকি চিড় ধরেছে! কিন্তু কেন? এই বিষয়ে শোনা যাচ্ছে যে, দুজনের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আর যার কারণেই নাকি দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এই তৃতীয় ব্যাক্তিটি কে? সেই বিষয়ে জানা গিয়েছে যে, শোভনের জীবনে নাকি প্রাক্তনের আনাগোনা শুরু হয়েছে। আর সেই কারণেই নাকি তাদের সম্পর্কে যত সমস্যার সূত্রপাত।
View this post on Instagram
তবে, এই বিষয়ে সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, ‛আমি এবিষয়ে কিছুই বলতে চাই না। এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এখানে কোনও তৃতীয়, চতর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আমরা একসঙ্গে আছি কি নেই, তা নিয়ে এখনই কিছু বলতে চাই না’। স্বস্তিকার আগে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন। বর্তমানে ইমন বিয়ে করে নিজের মতো সংসার করছেন।
View this post on Instagram
কিন্তু শোনা যাচ্ছে যে, শোভন নাকি বারবারই ছুটে যাচ্ছেন প্রাক্তনের কাছে। আর সেই কারণেই মন ভেঙেছে স্বস্তিকার। যদিও তিনি এখনই সম্পর্ক ভাঙার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চাননা। স্বস্তিকা আরও একবার শোভনকে সুযোগ দিতে চান। বর্তমানে কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত স্বস্তিকা। তাকে এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় ‛তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa) ধারাবাহিকে ‛ঝিলমিল’ (Jhilmil) নামের একটি চরিত্রে দেখা যাচ্ছে।
এছাড়া কিছুদিন পর মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) ছবি ‛ফাটাফাটি’ (Fatafati)। আর সেখানেও অভিনয় করেছেন স্বস্তিকা। এমনকি দিন কয়েক আগে ‛গভীর জলের মাছ’ (Govir Joler Mach) ওয়েবসিরিজেও (Web series) তাকে দেখা গিয়েছে। আর সেই হিসেবে বলা যায় স্বস্তিকার কেরিয়ার এখন তুঙ্গে। কিন্তু তার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে সমস্যায় তিনি। এখন শুধু দেখার পালা আগামী দিনে শোভন ও স্বস্তিকার (Shovan-Swastika) সম্পর্ক কোনদিকে মোড় নেয়।