শুধুই কি বন্ধুত্ব নাকি প্রেম! শোভনের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাধিকা
কনকনে শীতে বসন্তের রং লাগলে মনের উষ্ণতা তো এমনিতেই ছড়িয়ে পরবে। তাকে কি আর ঢেকে রাখা যায়। যদিও তাঁরা ঢেকে রাখার চেষ্টাও করেনি। তাহলে কি খুল্লামখুল্লা প্রেম করছেন এই দুইজন। কাদের কথা বলছি? টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা স্বস্তিকা এবং সারেগামাপা বিখ্যাত গায়ক শোভন গাঙ্গুলি। যাঁরা সম্প্রতি উঠে এসেছিল খবরের শিরোনামে।
শীত ছাড়াও টলিউডে চলছে বিয়ের মরশুম। তা অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন। সম্প্রতি বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। এইবার কি তাহলে সেইদিকে একটু একটু করে এগোচ্ছে স্বস্তীকা-শোভন! স্বস্তীকা ওরফে ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকের রাধিকা ও তাঁর নায়ক কর্ণের প্রেম দেখতে সবার খুব ভালো লাগে। সাড়ে নটা বাজলেই টেলিভিশনের পর্দায় তাঁদের প্রেমের কাহিনীর টানে রিমোট টিপা হয় জি বাংলা চ্যানেলে।
একইভাবে রাধিকার অনস্ক্রিন প্রেমের মতোই অফস্ক্রিন প্রেম ব্যাপারে জানতেও আগ্রহী তাঁর অনুরাগীরা। রধিকাও নিরাশ করেন না তাঁর ভক্তদের। নিয়মিতভাবেই ব্যক্তিগত জীবনের আপডেট দিয়ে থাকেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। কয়েকদিন আগেই স্বস্তীকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরি তে শোভনের ছবি পোস্ট করে লিখেছিলেন তাঁর ব্যাপারে। শোভনও তাই, স্বস্তিকার ছবি দিয়ে দুইকলি গান লিখেছিলেন তিনি।
এইবার একেবারে মুখোমুখি বসলেন তাঁরা। সেই ছবি শেয়ার দিতেও দেখা নিজেদের ইনস্টাগ্রাম পেজে। তবে প্রেমের কথা জিজ্ঞেস করলে তাঁদের থেকে জানা যায়, তাঁরা শুধুই বন্ধু। একটি সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন তাঁরা খুবই স্বচ্ছল প্রকৃতির মানুষ তাই ছবি পোস্ট করতে ওনাদের কোনো দ্বিধা নেই। এমন না হলে মুখোমুখি বসে আড্ডাটা হয়তো হত না। তবে সাথে ছিল শুধুই ব্ল্যাক কফি আর গ্রীন টি।
বর্তমানে স্বস্তীকা ব্যস্ত রয়েছেন কি করে বলবো তোমায় ধারাবাহিকের শুটিং এ এবং শোভনের বছরের শুরুতেই রিলিজ হতে চলেছে দুটি নতুন গান। সামনের বছর ২২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত এবং বনি কৌশানী অভিনীত ছবি ‘তুমি আসবে বলে’। এই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন শোভন। এছাড়া দেবের আপকামিং ছবি ‘গোলন্দাজ’ সিনেমাতেও শুনতে পাওয়া যাবে শোভনের গান।