Entertainment

ভুল ওষুধ খাইয়ে গুড্ডিকে মেরে ফেলার চেষ্টা শিরিনের, ধারাবাহিকে আসছে জমজমাট টুইষ্ট

Advertisement
Advertisements

ভুল ওষুধ দিয়ে গুড্ডিকে মারার চেষ্টা শিরিনের! টানটান উত্তেজনা ‛গুড্ডি’ (Guddi) ধারাবাহিকে। বর্তমানে টিভির পর্দায় চলা সবচেয়ে চর্চিত ধারাবাহিক হল ‛গুড্ডি’। সুন্দর একটা কনসেপ্ট নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। যার ফলে ব্যাপক প্রশংসার মুখে পড়েছিল সিরিয়ালটি। কিন্তু যতদিন গড়িয়েছে ততই যেন ধারাবাহিক থেকে মুখ ফেরাতে শুরু করেছেন দর্শকেরা। একে তো ত্রিকোণ প্রেমের কাহিনী। তার উপর আবার খলনায়িকার বদমাসি।

ভুল ওষুধ খাইয়ে গুড্ডিকে মেরে ফেলার চেষ্টা শিরিনের, ধারাবাহিকে আসছে জমজমাট টুইষ্ট

তবে, যদিও এখন বিষয়টি ত্রিকোণ নয় চতুস্কোন প্রেমে পরিণত হয়েছে। কিন্তু গুড্ডি এখন আগের মতো নেই। সে এখন পুলিসের বড় অফিসার। এসপি হয়ে সে এখন রূপপুরে পোস্টিং রয়েছে। আর সেখানেই পোস্টিং আছে অনুজ। সে এখন ডিআইজি। তবে, অনেক জটিলতার পর গুড্ডি তার জীবনকে নতুন করে শুরু করেছে। যুধাজিতকে বিয়ে করে সে সংসার পেতেছে।

কিন্তু সুখ যেন স্থায়ী হলনা গুড্ডির জীবনে। রাত পেরোতে না পেরোতেই গুণ্ডাদের গুলিতে আহত হয় গুড্ডি। অনেকটা রক্ত ক্ষয় হয়। যদিও ফের সুস্থ হওয়ার দিকে এগোচ্ছিল গুড্ডি। কিন্তু শিরিন আর তা হতে দিল না। একজন ভালো মানুষের মুখোশের আড়ালে কত বড় একজন খারাপ মানুষ লুকিয়ে থাকে তা বোধহয় শিরিনের চরিত্রটাই আরও একবার প্রমান করে দিল।

ভুল ওষুধ খাইয়ে গুড্ডিকে মেরে ফেলার চেষ্টা শিরিনের, ধারাবাহিকে আসছে জমজমাট টুইষ্ট

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, ফল নিয়ে গুড্ডিকে হাসপাতালে দেখতে এসেছে শিরিন। আর সেখানে এসেই নার্সের কাছ থেকে গুড্ডিকে ওষুধ খাওয়ানোর দায়িত্বভার নিল সে। আর তারপরই করলো সর্বনাশ। যে ওষুধ আর প্রয়োজন নেই বার বার নানান অছিলায় সেই ওষুধ সে গুড্ডিকে খাইয়ে দেয়। এমনকি শেষ পর্যন্ত ফলের রসের মধ্যে সেই ওষুধ মিশিয়ে খাওয়ায়।

ভুল ওষুধ খাইয়ে গুড্ডিকে মেরে ফেলার চেষ্টা শিরিনের, ধারাবাহিকে আসছে জমজমাট টুইষ্ট

যথারীতি ওষুধ খেয়ে গুড্ডির কষ্ট হতে থাকে। সে নার্সকে ডাকতে বলে। কিন্তু শিরিন কিছুতেই ডাকে না। বরং তাকে ঘুমিয়ে পড়তে বলে। এমনকি এও বলে এখন তার জাগার সময় আর গুড্ডির ঘুমানোর সময়। এরপর সে কেবিন থেকে বেরিয়ে যায়। আর ওদিকে গুড্ডিও ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। আর এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা তো রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে শিরিনের উপর।

কেউ লিখেছেন ‛ভগবান তোমার ভালো করবে না শিরিন’। আবার কেউ লিখেছেন ‛শিরিন একটা বাজে মেয়ে’। কারোর আবার মন্তব্য একটা সিরিয়ালে একটি চরিত্র এতটা বাজে হতে পারে তা ভাবাই যায় না। এখন শুধু দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে। আদতে কি গুড্ডির কোনো বড় ক্ষতি হয়ে যাবে নাকি সে সুস্থ হয়ে শাস্তি দেবে শিরিনকে সেটাই এখন দেখার।