ক্যামেরার সামনেই ব্লাউজ ঠিক করছেন অভিনেত্রী শিল্পা শেট্টি, ভাইরাল ভিডিও

বয়স তার ৪৭ বছর, তবে জন্মের সার্টিফিকেট ছাড়া এক মুহূর্তের জন্য বিশ্বাস যোগ্য হবে না আপনার। অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) যেন প্রতিদিন নিজের বয়স নিয়ে কাঁটা ছেড়া করেন। তাই তো আর পাঁচজন তার বয়সে দাঁড়িয়ে অকাল বার্ধক্য নিয়ে দুঃখ করেন। কিন্তু শিল্পা শেট্টি যেন নিয়মিত হয়ে উঠছেন সুন্দর থেকে সুন্দরতর। ফ্যাশনের নামে শিল্পা শেট্টি এবার যা করলেন কার্যত দেখলে আপনিও চমকে উঠবেন।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ পত্নী শিল্পা ক্যামেরার সামনে লাল রঙের তার উপরে কাজ করা একটি শাড়িতে হাজির হয়েছেন। উপরে একটি লাল রংয়ের ব্রা কাটিং ব্লাউজ। ফটো তোলার জন্য পোজ দিতে বলা হলেই বারংবার তিনি সেই ব্লাউজ নিজের হাত দিয়ে ঠিক করতে দেখা যায়। ঠিক এমনই অপ্রীতিকর মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শিল্পা নিজেই বেশ অস্বস্তিতে ছিলেন তা দেখলেই স্পষ্ট। খোলা চুলের সাথে, হালকা মেকআপ করেছিলেন তিনি। গলায় হার, হাতে লাল চুড়িতে দুর্দান্ত মানিয়েছে তাকে। এমন সুন্দরী ও বোল্ড মানুষকে দেখলে যে নেটিজেনদের চোখ আটকে যাবেই তা বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি কিন্তু ইতি মধ্যেই সম্পূর্ণ নেট নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
শেষবার শিল্পা শেট্টিকে, পরিচালক সাব্বির খানের ‘নিকাম্মা’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিলো। এছাড়াও বর্তমানে তিনি পরিচালক রোহিত শেঠির নতুন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র শুটিংয়ে ব্যস্ত। যা অ্যামাজন প্রাইমের সাহায্যে চলতি বছরেই রিলিজ হবার কথা আছে। বহুদিন বাদেই আবার নিজের চেনা ছন্দে ফিরছেন শিল্পা শেট্টি তাই তো ক্যামেরার সামনেই তার এমন মন মাতানো লুকে ডুবেছেন নেটিজেনরা।