Entertainment

দুধ সাদা পোশাকের ফাঁকে স্পষ্ট বক্ষভাজ, প্রকাশ্যে দিলেন একের পর এক হট পোজ, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

ফের পোশাক বিপাকে শিল্পা! পড়লেন নেটিজেনদের ট্রোলের মুখে। বলিউডের একজন জনপ্রিয় তথা ফিট অভিনেত্রী হলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। আশাকরি তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। নিত্য নতুন ফ্যাশানে তিনি প্রায়শই নজর কাড়েন নেটিজেনদের। তবে, পোশাক নিয়ে বারংবার শিল্পাকে অনেক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও পড়তে হয়। আর যা সকলের কাছে খুবই দৃষ্টিকটু বিষয় হয়ে দাঁড়ায়।

সম্প্রতি শিল্পা (Shilpa Shetty) এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আর সেখানাই পোশাক নিয়ে সকলের সামনে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন অভিনেত্রী। এদিন সাদা রঙের ভি নেক জাম্প শ্যুটে ধরা দিয়েছিলেন শিল্পা। তার সঙ্গে ক্যারি করেছিলেন একটি সাদা রঙেরই কোর্ট। তবে, জাম্প শ্যুটের ভি নেক ওয়ালা অংশটি কিন্তু একেবারে নেটের। যথারীতি সুপষ্ট সুডৌল স্তন। এই পোশাকে যে তাকে অপূর্ব সুন্দর লাগছিল তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

কিন্তু এই পোশাকে তিনি যে কম্ফোটেবল হচ্ছিলেন না তা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। আর তাইতো বারবারই তাকে তার পরণে থাকা কোর্ট দিয়ে নিজেকে ঢেকে রাখতে দেখা গিয়েছিল। এমনকি ছবি ও ভিডিও তোলার সময় শিল্পার (Shilpa Shetty) চোখে মুখে আনকমফোর্ট-এর ছাপ স্পষ্ট বোঝা গিয়েছিল। তবে, এই লুকে শিল্পাকে একেবারেই পছন্দ করেননি নেটিজেনরা। বরং তাকে নিয়ে চলেছে ট্রোলিংয়ের বন্যা।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

শিল্পা শেট্টি (Shilpa Shetty) এমন একজন অভিনেত্রী যেকিনা তার ভক্তদের বরাবর ফিটনেসের ব্যাপারে ইন্সপায়ার করেন। এমনকি তার প্রতিদিনের জীবন যাত্রা ও তার খাওয়া-দাওয়াও তিনি শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। তবে, সম্প্রতি এখন তাকে মাঝে মধ্যেই হট লুকে দেখা যায়। তবে, এবারে শিল্পার এই ফ্যাশান একেবারেই পছন্দ করেননি ভক্তরা। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) শিল্পার এই নয়া লুক।