Aindrila-Sabyasachi: প্রেমিকার মৃত্যুর পর কেমন আছেন সব্যসাচী, মুখ খুললেন ঐন্দ্রিলার মা

দেখতে দেখতে দিন ১৫ হতে চললো ঐন্দ্রিলা (Aindrila Sharma) আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ক্যান্সারকে হারিয়ে জীবনকে জিতে নিলেও অবশেষে ব্রেন স্টোকের কাছে পরাজয় শিকার করতে হয়েছে তাকে। তবে, তার লড়াইয়ে সবসময় যে তার পাশে ছিলেন তিনি হলেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী। কিন্তু এখন তিনি কেমন আছেন জানেন? তার জবাব দিল ঐন্দ্রিলার মা শিখা শর্মা।
সম্প্রতি এক জীবনবিমা কর্মচারী কমিটির পক্ষ থেকে ঐন্দ্রিলার স্মৃতিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ঐন্দ্রিলার মা মেয়ের কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি। বার বার কেঁদে ফেলছিলেন। ছটফটে মেয়েটির অকালে চলে যাওয়া কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। বর্তমানে ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়েই দিন কাটছে তার বাবা মায়ের।
এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঐন্দ্রিলার মা জানান যে, ‛বিধির সঙ্গে দড়ি টানাটানিতে হেরে গেলাম। ছটফটে মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। সবাই সবার জায়গায় ফিরবেন জানেন, কিন্তু আমরা বাবা-মায়েরা বড্ড সাদা-কালো হয়ে গেলাম। একটাই প্রার্থনা পরের জন্ম বলে যদি কিছু হয় তাতে যেন ও সুস্থ জীবন পায়। অনেক কষ্ট করলো তো রোগাভাসে’।
এরপরই সব্যসাচীর কথা প্রসঙ্গে ঐন্দ্রিলার মা জানান যে, ‛ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই। আছে নিজের মতো করে’। তবে, দিন কয়েক আগে সব্যসাচী এক সংবাদ মাধ্যমের কাছে নিজের কেমন থাকা প্রসঙ্গে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানান যে, ‛ইউটিউবের সৌজন্য দিন কয়েক আগে নাকি আমিও মারা গেছি’। বর্তমানে ঐন্দ্রিলার স্মৃতিতেই দিন কাটছে সকলের।