Aindrila Sharma: দুর্গাপুজোতে নির্জলা উপবাস করেছিল মেয়ে, ঐন্দ্রিলার স্মৃতিতে আবেগতাড়িত শিখা শর্মা

দুর্গাপুজোয় নির্জলা উপবাস করে ভোগের রান্না করেছিলেন ঐন্দ্রিলা (Aindrila Sharma)। সেকথাই জানালেন মা শিখা শর্মা। দেখতে দেখতে আজ ১০ টা দিন পার হয়ে গিয়েছে। ঐন্দ্রিলা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু এখনও তার স্মৃতি টাটকা সকলের মনে। খাঁ খাঁ করছে তার কুদঘাটের বাড়ি। ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়েই দিন কাটছে তার বাবা মায়ের। ছোট মেয়ের মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি শর্মা পরিবার। আর পারবেনই বা কি করে হাসিখুশি, ছটফটে মেয়েটার অকালে চলে যাওয়া কারোর পক্ষেই মানা সম্ভব নয়।
View this post on Instagram
এখনও মেয়ের প্রসঙ্গ উঠলেই কেঁদে ফেলছেন তার মা। আর বাবাও রীতিমতো শোকে আচ্ছন্ন। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে সব্যসাচী-ঐন্দ্রিলার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেসব কিছুই এখন স্মৃতির পাতায়। মুর্শিদাবাদের বহরমপুরে ইন্দ্রপ্রস্থে ঐন্দ্রিলার জন্ম হয়েছিল। ছোট থেকে বেশ দুস্টু ছিলেন। সেই সঙ্গে পড়াশোনা, গান, নাচ, আবৃত্তি সবেতেই সেরা ছিলেন। ঐন্দ্রিলা-সব্যসাচীর ভালোবাসার কথা আজ সকলের মুখে মুখে ঘুরছে।
View this post on Instagram
লিখতে না চাইলেও কেবল ঐন্দ্রিলার কথায় লিখতেন সব্য। আর সেই লেখা পড়েও শোনাতেন ঐন্দ্রিলাকে। দুজনে যেন একে অপরের পরিপূরক ছিল। শিখা দেবীর কথায় তিনি শুনেছেন ওই বইয়ের গল্প থেকেই ছবি তৈরির পরিকল্পনা ছিল সব্যসাচীর। আর সেই ছবির নায়িকা হয়তো হতেন ঐন্দ্রিলাই। এমনকি শিখা দেবী আরও বলেছেন যে, সব্য-ঐন্দ্রিলার মতো ভালোবাসা তিনি দেখেননি। ঐন্দ্রিলার জন্যই সব্যর এতো আয়োজন ছিল। কিন্তু আজ সেই নেই।
তবুও আজ ঐন্দ্রিলার স্মৃতি টাটকা সকলের মনে। ২০১৫ সালে প্রথম ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। তার অস্থিমজ্জায় ক্যান্সার ধরা পরে। এরপর কেমোথেরাপি চলার পর ২০১৬ সালে তিনি সুস্থ হয়ে ওঠেন। এরপর পা রাখেন অভিনয় জগতে। সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজে কাজ করে মনজয় করেছেন সকলের। ২০১৭ সালে ‛ঝুমুর’ ধারাবাহিক দিয়ে নজরে আসে দর্শকদের। আর সেখান থেকেই আলাপ হয় সব্যসাচীর সঙ্গে।
View this post on Instagram
২০২০ সালে ‛আমি দিদি নাম্বার ওয়ান’ সিনেমা দিয়ে পা রাখেন বড় পর্দায়। ঐন্দ্রিলার বিপরীতে ছিলেন মিঠাই ধারাবাহিকের সিড। এছাড়াও ‛জিয়নকাঠি’ ধারাবাহিকে জাহ্নবী নামের চরিত্রে অভিনয় করে মনজয় করেন ভক্তদের। এছাড়াও ‛লাভ ক্যাফ’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। কিন্তু তারপর ২০২১ সালে আবারও আক্রান্ত হয়েছিলেন মারণ রোগ ক্যান্সারে। অবশেষে আবারও কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে সুস্থও হয়েছিলেন। ফিরে এসেছিলেন স্বাভাবিক জীবনে। শুরু করেছিলেন নিজের অভিনয়ের কেরিয়ার।
View this post on Instagram
কিন্তু আচমকা আবারও ঘটে বিপত্তি। ১ নভেম্বর ব্রেন স্টোকে আক্রান্ত হন অভিনেত্রী। কোমায় চলে যান। তারপর থেকে তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কমবেশি ভালো-মন্দ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল অভিনেত্রীর শারীরিক অবস্থা। যদিও এরপরেও ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে এগোচ্ছিলেন ঐন্দ্রিলা। এমনকি একটা সময় কার্যত মিরাকেল ঘটিয়ে চিকিৎসায় সাড়া দিয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু মৃত্যুর আগের রাতে কমপক্ষে দশবার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তারপর ২০ ই নভেম্বর রবিবার দুপুর ১২ টা ৫৯ মিনিট নাগাদ আচমকাই মৃত্যু হয় তার। অভিনেত্রীর শেষ ওয়েব সিরিজ ছিল ‛ভাগার’।