Entertainment

নিজের স্বামীকে বাঁচাতে সূর্যর সামনে মিশকার মুখোশ খুলে দিল শিবানী! জানুন আসল ব্যাপারটা

Advertisement
Advertisements

নিজের স্বামীকে বাঁচাতে সূর্যর সামনে মিশকার মুখোশ খুলে দিল শিবানী! ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’। প্রকাশ্যে নতুন ভিডিও। সকলেই জানেন যে, বর্তমানে রুপা সূর্যর কাছে রয়েছে। আর তাই আবারও একবার দীপাকে সূর্যর কাছে দোষী বানানোর জন্য মোক্ষম চাল চালে মিশকা। এক ঢিলে দুই পাখি মারে মিশকা। রুপাকে বলে যে, মায়ের কাছে পালিয়ে চলে যেতে। কবীর মামা তার জন্য বাইরে অপেক্ষা করবে।

আর ওদিকে দীপার মামা সাজিয়ে একজন লোককে দিয়ে কবিরকে ফোন করায়। বলে যে, রুপা তার মায়ের কাছে আসতে চায়। তাকে যেন সূর্যর বাড়ি থেকে নিয়ে আসে। আর সেই মতোন রূপাও সুযোগ বুঝে সূর্যর বাড়ি থেকে বেরিয়ে পরে। আর বেরিয়েই দেখতে পায় তার কবীর মামা তার জন্য অপেক্ষা করছে। আর এমন সময় সেখানে এসে হাজির হয় সূর্য।

আবারও সূর্য ও কবীরের মধ্যে ঝামেলা হয়। রীতিমতো হাতাহাতি হয়। আর তখন শিবানী গাড়ি থেকে নেমে সূর্যের মুখোমুখি হয়। বলে যে তাদের কেউ ফোন করে বলেছে এখানে রুপার উপর অত্যাচার করা হচ্ছে। রূপা বাড়ি ফিরতে চায়। আর তাই আমরা ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আর এসব শুনে তো অবাক হয়ে যায় সূর্য। আর তারপরই সূর্য বলে যে, মিশকা নাকি তাকে বলেছে কবীর তাকে নিতে এসেছে।

আর এসব শুনে রুপা বুঝতে পারে মিশকাই এসব করেছে। তারপরই সূর্যকে রুপা জানায় তাকে মিশকাই বলেছে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে। এসব শুনে তো মাথায় হাত সূর্যর। সে বুঝতে পারে মিশকাই এসব কিছুর মূলে। এমনকি শিবাণীও বুঝিয়ে দেয় যে বন্ধুকে বিশ্বাস করে সূর্য তার নিজের ভালোবাসাকে অবিশ্বাস করেছে সেই বন্ধুই দিনের পর দিন তার ক্ষতি করে আসছে। এবার শুধু দেখার পালা আগামীদিনে মিশকার মুখোশ সকলের সামনে কিভাবে খোলে।

যদিও এই ভিডিওটি কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে প্রকাশ করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তাই এই ভিডিও কতখানি সত্যি তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। এখন শুধু দেখার পালা আগামীদিনে কি হতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে।