×
EntertainmentViral Video

পোশাকের ফাঁকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা! হট লুকে অনুগামীদের ঘায়েল করলেন শেহনাজ গিল, রইল ভিডিও

২০১৯ সালে বিগ বসের স্টেজের উপর দাঁড়িয়ে সলমান খান (Salman Khan) তাঁকে বলেছিলেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’। ব্যাস তারপর থেকে একের পর এক দর্শকদের ভালোবাসা পেয়েছেন সকলে। শেহনাজ গিল (Shehnaz Gill) -র জীবনে কম ঝড় ঝঞ্ঝা আসেনি এখনও পর্যন্ত। ভালোবাসার মানুষকে হারানোর থেকে নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা সবকিছু নিয়েই জমিয়ে মোকাবিলা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে শেহনাজকে দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে।

এবার নিজের ইনস্টাগ্রামে একটি হট ও বোল্ড ফটোশুটের মুহূর্ত তুলে ধরেছেন তিনি। যেখানে শেহনাজকে পিঙ্ক রঙের ডিজাইনার শাড়িতে দেখা গেছে। সাথেই একই রঙের ব্লাউজ ছিল তার শরীরে। তবে এই পোশাকের সাথে তিনি কোনো অন্তর্বাস পরেননি। যার ফলে এমনিতেই বক্ষ বিভাজকা সুস্পষ্ট ও কার্যত ঠিকরে বেরিয়ে আসতে চেয়েছে।

ভিডিও থেকে একমুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না নেটিজেনরা। সাথেই মেসি করে বাঁধা চুল, ন্যুড মেকআপ লুক ও ঠোঁটে বেবি পিঙ্ক লিপস্টিকে বাজিমাত করেছেন পাঞ্জাবের ক্যাটরিনা। কেউ বলেছেন -‘এক নম্বর সেক্সি লেডি’। তো কারোর বক্তব্য -‘বলিউডে সেরার সেরা জায়গা নিতে আসছে’। এখনও পর্যন্ত ২.২ মিলিয়ন মানুষের দেখে নিয়েছেন এই ভিডিও।

মাস খানেক আগেই বিখ্যাত গায়ক গুরু রানধাওয়ার সাথে মিউজিক অ্যালবাম রিলিজ করেছিল ‘মুন রাইজ’। সাথেই তার আগে ‘জ্ঞানী স্যানি’ নামের মিউজক ভিডিওতেও দেখা গেছে শেহনাজকে। তার মনের মানুষ সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরে বহুদিন তিনি কাজের বাইরে ছিলেন। কিন্তু ধীরে ধীরে সেই কষ্টের থেকে বেরিয়ে এখন পুরোদমে কাজ করছেন শেহনাজ গিল।