×
Entertainment

বিকিনি পরে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন শর্মিলা, ঠাকুর পরিবারের মেয়ের কাজে বলিউডে সৃষ্টি হয়েছিল বিতর্ক

Sharmila Tagore In Bikini ‘বেগম আয়েশা সুলতানা খান’, বিয়ের সময়ে ঠিক এই নামটাই রাখা হয়েছিল শর্মিলা ঠাকুরের। জীবনের প্রথম দিন থেকেই সমাজের চেনা ছক ভাঙতে তৈরী ছিলেন শর্মিলা ঠাকুর। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মেয়ে অভিনয় করবে এই কথা যেন স্বপ্নেও ভাবতে পারেনি তার পরিবার। আর জোড়াসাঁকো ভাবলেও পাথুরিয়াঘাটা ঠাকুরবাড়ির মেয়ে সিনেমা জগতে নাম লেখাবেন একথা ভাবাও ছিল দুঃস্বপ্ন। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ (Apur Sangsar) সিনেমায় প্রথমবারের জন্য অভিনয় করেন শর্মিলা ঠাকুর। তারপর থেকে অবশ্য অভিনয় জগৎ থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে।

১৯৯৬৪ সালে শক্তি সামন্ত পরিচালনায় ‘কাশ্মীর কি কলি’ (Kashmir Ki Kali) সিনেমার মাধ্যমে হিন্দি ডেবিউ করেন তিনি। তৎকালীন বোম্বের এক নম্বর নায়িকা হয়ে ওঠেন তিনি। ১৯৬৬ সালে আবারো সমাজের চেনা ছক ভাঙলেন নায়িকা। বিখ্যাত ম্যাগাজিন ‘ফিল্মফেয়ার’-এর কভার পেজের জন্য বিকিনি পরে ফটোশুট-এর প্রস্তাব আসে শর্মিলা ঠাকুরের কাছে। তিনি সেটা করতে রাজিও হন। সাদা-কালো বিকিনিতে তিনি ফটোশুট করেন।

 

View this post on Instagram

 

A post shared by Nevanta (@nevantamedia)

ফটোগ্রাফারও চমকে উঠেছিলেন তার এই লুক দেখে। তাকে ফটোগ্রাফার জিজ্ঞেস করেন তিনি সত্যিই শুট করতে পারবেন কিনা। এমনকি ফটো পাবলিশ হবার পরে কম বিতর্ক হয়নি তাকে ঘিরে। তার চরিত্র থেকে পরিবার সব কিছু নিয়েই তৈরী হয়েছিল বিতর্ক। তবে ‘কুছ পরোয়া নেহি’ মনোভাবেই বোম্বে সমেত সম্পূর্ণ দেশের মন জয় করে নিয়েছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Jairaj Mukherjee (@jairajmukherjee)

ছেলে সইফ আলি খান (Saif Ali Khan)-এর স্ত্রী করিনা কাপুর (Kareena Kapoor) তার শাশুড়ির সামনেই বিকিনি পড়তে পারেন। একথা করিনা নিজেই স্বীকার করেছেন এক সাক্ষাৎকারে। সমাজের এই একঘেঁয়েমি মনোভাব শর্মিলা ঠাকুর বহুবার ভেঙে চুরমার করেছেন। যে কারণেই হয়তো এখনও তিনি বেগম আয়েশা নয় বরং ‘শর্মিলা ঠাকুর’ বলেই পরিচয় দেন সমাজের সামনে।