Pathaan: নিন্দুকদের মুখে ছাই! KGF 2-র রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুললো শাহরুখের ‘পাঠান’

বর্তমানে দেশজুড়ে ‛পাঠান’ (Pathaan) ঝড় বহমান। দীর্ঘ ৪ বছর পর আবার পর্দায় ফিরেছে শাহরুখ খান (Shah Rukh Khan)। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি। বিশ্বজুড়ে ৮০০০ টি পর্দায় চলছে এই সিনেমা। তারমধ্যে ভারতের বাইরে ২৫০০ টি সিনেমা হলে রাজ করছে পাঠান। এমনকি সিনেমা মুক্তি পাওয়ার পর অতিরিক্ত টিকিটের চাহিদার কারণে মাঝরাতেও কিছু বাড়তি শো চালু করা হয়েছিল। তাহলেই বুঝতেই পারছেন যে, ৪ বছরের গ্যাপিংয়ের ক্রেজ ঠিক কতখানি।
কিন্তু আসল কথা হল কত কোটি টাকার ব্যবসা করলো এই ছবি? আর সেই জায়গায় বলা যায় যে, ব্যাপক সাফল্য এসেছে এই ছবি ঘিরে। নন হলিডে ডে তে মুক্তি পেয়েছিল এই ছবি। কিন্তু পরের দিনই ছিল প্রজাতন্ত্র দিবস আর অন্যদিকে সরস্বতী পুজো। আর তাই বিশেষজ্ঞদের আগে থেকেই অনুমান ছিল যে এই ছবি রেকর্ড গড়বে। আর যেমন ভাবা ঠিক তেমন কাজ।
বক্স অফিসে রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় দিন মোট ৬৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এছাড়া অনান্য আঞ্চলিক ভাষায় দেশের মধ্যে ২ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি। প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে প্রায় ১২৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সিনেমা বাণিজ্য বিশ্লেষক অতুল মোহনের মতে মুক্তির তৃতীয় দিনে ৩০ কোটি টাকার ব্যবসা করবে এই ছবি। আর চতুর্থ ও পঞ্চম অর্থাৎ শনি ও রবিবার মিলিয়ে ৪০ ও ৫০ কোটি টাকার ব্যবসা করবে এই ছবি।
পাঠান এমন একটি হিন্দি ছবি যেটা কিনা মুক্তির দ্বিতীয় দিনেই ৭০ কোটি টাকার ব্যবসা করেছে। বহুদিন ধরেই ভক্তরা অপেক্ষা করে ছিল শাহরুখ খানের পর্দায় ফেরার। আর তিনি ফিরলে যে, ধামকাদার কিছু নিয়েই ফিরবেন তা মোটামুটি সকলেরই জানা ছিল। বর্তমানে সব হলেই চুটিয়ে চলছে ‛পাঠান’।